সোমবার, ২৪ নভেম্বর ২০২৫, ০৫:১৫ অপরাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনায় আটক-২ 

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: শনিবার, ৯ মার্চ, ২০২৪, ১১:১৪ অপরাহ্ণ

পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগের বর্ষিয়ান নেতা মুজিব বাহিনীর আঞ্চলিক প্রধান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ পাওয়া গেছে। তবে হামলায় কেউ আহত হয়নি। গতকাল শুক্রবার (৪মার্চ) রাত ৮টার দিকে সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাসের বসবাসকৃত ঈশ্বরদী শহরের আকবরের মোড়স্থ বাড়িতে হামলা ও ভাংচুরের ঘঠনা ঘটে। হামলাকারীরা বাড়ির গেটে থাকা সাবেক এমপির পরিবারের সদস্যদের ব্যবহৃত একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেলে ব্যাপক ভাংচুর করে। এই ঘটনায় দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা মো. সাইদুর রহমান (৪০) ও  যুবলীগ কর্মী মো. রানা (৩৭) কে আটক করেন আমবাগান পুলিশ ফাঁড়ি। বিষয়টি নিশ্চিত করেছেন শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. হাসান বাসীর ও এমপি পুত্র যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের দাবী তাঁকে ও তাঁর ছেলেকে মেরে ফেলার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে সন্ত্রাসীরা তাঁর বাড়িতে হামলা চালিয়েছিল। এই ঘটনার পর থেকে শহর জুড়ে থমথমে অবস্থা বিরাজ করছে। একটি পক্ষের নেতাকর্মীরা আতংকিত হয়ে পড়েছে। খোঁজ নিয়ে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর গত দুই মাসে ঈশ্বরদীতে একটি পক্ষে থাকা দলীয় নেতাকর্মীদের মধ্যে  অপরাধ প্রবনতা ব্যাপকহরে বৃদ্ধি পেয়েছে। শহর ও উপজেলার ইউনিয়নগুলোতে চালু হয়েছে অন্তত তিন শতকের মত জুয়া ও মাদক স্পট। বেড়েছে সরকারী অফিসগুলোতে টেন্ডারবাজি। অন্যের ব্যবসা প্রতিষ্ঠান, বাড়ি ও জমি দখল প্রবনতা। সরকারী, বেসরকারী অফিসগুলোতে বেড়েছে চাঁদাবাজি। ইপিজেড, নির্মান কাজ চলমান রূপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে, হাট বাজার, সিএনজি, অটোরিক্সা স্ট্যান্ডসহ ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদাবাজি। লক্ষীকুন্ডায় কয়েক হাজার একর ঘাস জমি, জলাশয়, রেলওয়ের জলাশয়, বালু মহালের জবরদখলকে কেন্দ্র করে শুরু হয়েছে রক্তক্ষয়ী সংঘর্ষ, হামলা ও মামলা। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাসের ছেলে যুবলীগ নেতা তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস জানান, রাত সাড়ে ৮টার দিকে ৪-৫ জনের একটি সন্ত্রাসী দল মুখ বেঁধে মোটরসাইকেল যোগে এসে তাঁদের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। এসময় সন্ত্রাসীরা বাড়ির ফটকে থাকা একটি প্রাইভেট কার ও দুটি মোটরসাইকেলে ব্যাপক ভাংচুর করে।  এই ঘটনায় থানায় লিখিত এজাহার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে। ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও সাবেক মেয়র আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু জানান, সাবেক এমপি নুরুজ্জামান বিশ্বাস আওয়ামীলীগের একজন প্রবীন নেতা। সাবেক এমপি। এই অঞ্চলের মুজিব বাহিনীর প্রধান। একজন বীর মুক্তিযোদ্ধা। আমরা মনে করি, অপরাধীরা তাঁর বাড়িতে হামলা চালিয়ে শুধু গাড়ি ভাংচুর নয়, বড় কোন ঘটনা ঘটানোর পরিকল্পনা করেছিল। হামলার ঘটনার প্রতি তীব্র নিন্দা জানিয়ে অপরাধীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করছি। সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস জানান, উপনির্বাচনে এমপি নির্বাচিত বিগত তিন বছর শহরের পরিবেশকে শান্ত রাখা হয়েছিল। দলীয় নেতাকর্মীদের শৃঙ্খলার মধ্যে রাখা হয়েছিল। কোন রকম বিশৃঙ্খলা করতে দেওয়া হয়নি। অপরাধমূলক কোন কাজে জড়িত হতে দেওয়া হয়নি। অপরাধমূলক সব কিছুই কঠোর হস্তে দমন করে নিয়ন্ত্রণে রাখা হয়েছিল। ফলে মানুষ শান্তিতে বসবাস করতে পেরেছিল। কিন্তু এখন একটি পক্ষ শহরের শান্ত মনোরম পরিবেশকে  অশান্ত করার লক্ষে আমাকে এবং আমার ছেলেকে মেরে ফেলার জন্য সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে তাঁর বাড়িতে হামলা চালিয়ে। কিন্তু ঘটনার সময় আমাদের না পেয়ে ফটকের বাহিরে থাকা প্রাইভেট কার ও মোটর সাইকেল ভাংচুর করেছে। উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল জানান, সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাসের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুরের ঘটনাটি খুবই দূঃখজনক। নিন্দনীয়। হামলাকারীরা যেই হোক তাকে আইনের আওতায় আনার দাবী জানাচ্ছি। শহরের আমবাগান পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পুলিশ পরিদর্শক) মো. হাসান বাসীর জানান, হামলাকারীদের চারজনকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। হামলার কারন জানতে ঘটনার পর সন্দেহভাজন যুবলীগ কর্মী রানা ও পরে দাশুড়িয়া ইউনিয়ন যুবলীগ নেতা সাইদুর রহমানকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এরমধ্যে গতকাল দুপুরে যুবলীগ কর্মী রানাকে ১৫৪ ধারায় পাবনা আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য অপরাধীদের আটক করার চেষ্টা চলছে। সাবেক এমপির বাড়িতে নিরাপত্তা প্রদানে পুলিশ পাহারায় রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর