আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে মতবিনিময় সভা করে প্রার্থীতা ঘোষণা করলেন বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকার।
শুক্রবার (৮মার্চ) বিকালে উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. ফারুক হোসেন সরকারের আয়োজনে তার নিজ বাড়িতে উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. হজরত আলী মাস্টারের সভাপতিত্বে উপজেলা আ.লীগের সহ-সভাপতি নুর মোহাম্মদ চৌধুরি সঞ্জুর পরিচালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী, ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মী সহ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি পাচ শতাধিক লোক উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় উপস্থিত সকলই দুই হাত উচিয়ে ফারুক সরকারের পক্ষে নির্বাচনি কাজ করার অঙ্গিকার করেন ৷