সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫৩ অপরাহ্ন

ই-পেপার

উল্লাপাড়ায় চোরাই তামার তারসহ ৪ চোর আটক

মোঃ আমিনুল ইসলাম, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি :
আপডেট সময়: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ১১:৪০ অপরাহ্ণ

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চোরাই তামার তার, পিতলের হাঁড়ি-পাতিল, বদনা, পল্লীবিদ্যুতের ইলেকট্রিক সরঞ্জামাদি, অ্যালুমিনিয়ামের বাসন, প্লাস্টিকের গুড়া ও পলিথিন ভর্তি মালালাল সহ খান এন্টার প্রাইজ নামের একটি ট্রাক সহ সঙ্গবদ্ধ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে উল্লাপাড়া  মডেল থানা পুলিশ।
 মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে উল্লাপাড়া পৌর বাস টার্মিনালে পাবনা থেকে ঢাকা গামী একটি ট্রাকের গতিরোধ করে এবং তল্লাশি করে চোরাই মালামাল ও ট্রাক সহ চোর চক্রের ৪ সদস্যকে গ্রেফতার করে পুলিশ । এ সময় তাদের কাছ থেকে প্রায় ১০ লাখ টাকার চোরাই মালামাল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো পাবনা জেলার আমিনপুর থানার নয়াবাড়ী গ্রামের জাবেদ আলীর ছেলে আব্দুল বাতেন (৩৭), একই থানার  বক্কারপুর গ্রামের তয়জাল শেখের ছেলে মন্টু শেখ (৪৫), বেড়া উপজেলার হরিরামপুর গ্রামের সোবহান ফকিরের ছেলে ফিরোজ ফকির (৫০), এবং একই উপজেলার বিশালিকা গ্রামের শাহাদত মোল্লার ছেলে মোহাম্মদ আলী (২৯)।
বুধবার সকালে উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম প্রেস বিজ্ঞপ্তিতে সংবাদকর্মীদের জানান, বেশকিছু দিন ধরে উল্লাপাড়া থানা এলাকায় বিদ্যুতের ট্রান্সমিটার চুরি হয়ে আসছিল। এ ঘটনায় ইতিপূর্বে ওই চোর চক্রের কয়েকজনকে আটক করা হয়। সেই সূত্র ধরে পাবনা জেলার আমিনপুর বাজারে এই চোর চক্রের একটি ভাঙ্গুরীর চোরাই দোকান রয়েছে বলে জানতে পারি। বিভিন্ন এলাকায় চুরি হওয়া মালামাল ঐ দোকানে ক্রয় ও বিক্রয় হয়ে আসছিল। বুধবার বিকেলে ঐ সমস্ত চোরাই মালামাল ঢাকায় নেওয়ার পথে উল্লাপাড়া মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চোরাই কৃত মালামাল সহ তাদেরকে গ্রেফতার করা হয় । এব্যাপারে উল্লাপাড়া মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর