সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যমুনা হাসপাতাল নামের একটি বে-সরকারি প্রতিষ্ঠানে মঙ্গলবার দুপুরে এক প্রসুতি এক সাথে তিন সন্তান প্রসব করেছেন। তিন সন্তানই ছেলে। মা এবং নবজাতকরা সবাই সুস্থ আছেন। সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের ওমর ফারুকের স্ত্রী জেমি খাতুন এই তিন সন্তানের জন্ম দিয়েছেন। ওমর ফারুক জানান, এক সঙ্গে তিন ছেলে সন্তান হওয়ায় তিনি এবং তার পরিবারের সবাই খুশি। আর তিন সন্তিতানের নাম রাখা হয়েছে। তালহা, তাওহিদ, তানজিদ। ওমর ফারুক তার স্ত্রী ও সন্তানদের সুস্থ্যতার জন্য সকলের কাছে কামনা করেছেন।
যমুনা হাসপাতালের ব্যবস্থাপক জাহিদুল ইসলাম জানান, জেমি খাতুন এক সাথে সিজারের মাধ্যমে তিন পুত্র সন্তান প্রসব করেছেন। প্রসূতিসহ নবজাতকরা সকলেই সুস্থ আছেন।