শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১৪ পূর্বাহ্ন

ই-পেপার

মহানন্দা ট্রেন থেকে চুরি হওয়া গুড় ঈশ্বরদী বাজারের রনি স্টোর থেকে উদ্ধার, গ্রেফতার-২

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ৪ মার্চ, ২০২৪, ১১:১০ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জ থেকে খুলনাগামী মহানন্দা এক্সপ্রেস ট্রেন থেকে চুরি হওয়া ৪০কেজি খেজুরের পাটালী গুড় ঈশ্বরদী নতুন বাজারের গুড়পট্টির রনি স্টোর থেকে উদ্ধার করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। সেই সাথে মূল চোর ঈশ্বরদী পৌর এলাকার পিয়ারাখালী জামতলার আবুল কাশেমের ছেলে বিষু (২৫) ও চোরাই গুড় কেনার মহাজন রনি স্টোরের মালিক ঈশ্বরদী পৌর এলাকার সাঁড়া গোপালপুর নতুন পাড়ার নওশাদের ছেলে রকি (৩০) হোসেনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। রেলওয়ে থানা সূত্রে জানা যায়,  গত ২৪ তারিখে উল্লেখিত ট্রেনটি ঈশ্বরদী স্টেশনে এসে থামার পর বাঙ্কারে রাখা গুড় গুলো চুরি করে নিয়ে যায় বিষু। বিষয়টি জানাজানি হলে রেলওয়ে থানার অফিসার ইনচার্জ হাবিবুর রহমানের নির্দেশে এসআই রোমেল ও এটিএসআই আলেনূর রহমান সঙ্গীয় ফোর্স সহ চোর এবং  চোরাইকৃত মালামালের অনুসন্ধান করতে থাকেন।
অবশেষে ২৯তারিখে স্টেশনের ২ নম্বর প্লাটফর্ম থেকে চোর বিষুকে গ্রেফতার করেন। চোরের স্বীকারোক্তি অনুযায়ী রনি স্টোর থেকে চোরাই গুড় উদ্ধার করা হয়। এ বিষয়ে রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। চুরি ও চোরাই গুড় কেনার দায়ে বিষু ও রকিকে গ্রেফতার করে পাবনা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য, রনি স্টোরের মালিক তার পিতা নওশাদের যোগসাজশে দীর্ঘদিন থেকে চোরাই পণ্য কম দামে কিনে চওড়া দামে বিক্রি করে প্রচুর কালো টাকার মালিক হয়েছে বলে বাজারের অসংখ্য ব্যবসায়ী অভিযোগ করেছেন। তার বিরুদ্ধে জোরপূর্বক রাস্তার জায়গা দখল করে দোকানঘর নির্মাণ এবং ক্রেতা বিক্রেতাদের সাথে অসদাচরণেরও অভিযোগ রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর