পাবনার চাটমোহর হান্ডিয়ালে জননী কিন্ডার গার্টেন কেজি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
শনিবার (২ মার্চ) সকাল ৯ টায় বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবু ছালেক এর তত্ত্বাবধানে ও অত্র বিদ্যালয় সভাপতি এবং আওয়ামী যুবলীগ হান্ডিয়াল শাখার সভাপতি মোঃ আমিনুর রহমান এর সভাপতিত্বে এ ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হান্ডিয়াল ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ আবুল হাসেম, সাপ্তাহিক চলনবিলের আলো সম্পাদক ও হান্ডিয়াল প্রেসক্লাব সভাপতি মোঃ রফিকুল ইসলাম রনি, শ্রমীক লীগ হান্ডিয়াল শাখার সভাপতি মোঃ মোবাশেরুল ইসলাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ হান্ডিয়াল শাখার সাধারণ সম্পাদক শ্রী সুভাষ সাহা, বিএনপি হান্ডিয়াল শাখার আহবায়ক মোঃ আবু হানিফ, জাগরণী চক্র হান্ডিয়াল শাখার ব্যবস্থাপক এস,এম আবুল হাসান, প্রমূখ। এছাড়াও সকল বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, বিদ্যালয় পরিচালনা কমিটি, অভিভাবক ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান সঞ্চালনা করেন, আওয়ামী লীগ হান্ডিয়াল শাখার দপ্তর সম্পাদক ও হান্ডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক মোঃ আশরাফুল আলম।
খেলা শেষে ক্রীড়া প্রতিযোগিতায় অংশ গ্রহনকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।