সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আলাদা দুটি অভিযানে একজনকে অর্থ জরিমানাসহ ১৫ দিনের সাজা ও আরেকজনকে অর্থ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। উপজেলা নির্বাহী অফিসার ( ইউএনও ) সানজিদা সুলতানা এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। জানা গেছে আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার হাটিকুমরুল এলাকায় নিউ রূপালী হোটেল মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এদিকে গতকাল বুধবার বিকেলে সরকারী অনুমতি না নিয়ে কৃষি জমিতে পুকুর খনন করায় বিনায়েকপুর গ্রামের বাবলু সরকারকে ১৫ দিনের কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।