পাবনার ভাঙ্গুড়ায় ৩ দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এ মেলার সমাপনী অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: আরাফাত হোসেন। উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা শওকত জামিনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. বাকি বিল্লাহ, উপজেলা প্রকৌশলী আফরোজা খাতুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আলম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রুমি ও উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ শারমিন জাহান। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চল থেকে আগত শতাধিক কৃষক কৃষাণি উপস্থিত ছিলেন। উল্লেখ্য, গত মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ব্যবস্থাপনায়, আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়নের আওতায় ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চত্বরে তিনদিন ব্যাপী এ মেলার শুভ উদ্বোধন করেন ভাঙ্গুড়া পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ মো: গোলাম হাসনাইন রাসেল। মেলায় ১২টি স্টল অংশগ্রহণ করেন।