শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

ঈশ্বরদীতে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-৬

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: বুধবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩৫ অপরাহ্ণ

পাবনার ঈশ্বরদীতে যাত্রীবাহী সবুজ সিএনজির সঙ্গে প্রাইভেটের কারের মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত ও ৫ যাত্রী গুরুতর আহতের ঘটনা ঘটেছে। দূর্ঘটনাস্থল থেকে  ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সদস্যরা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কিন্তু সেখানে আহত রোগির স্বজনরা না থাকায় নিজের খরচে আহত মোহাম্মদ মিল্টন মোল্লা (২৭) নামের একজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। গত বুধবার (২১ ফ্রেব্রুয়ারি) রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে পাবনা-পাকশী আঞ্চলিক সড়কের ঈশ্বরদী-সাহাপুর মসজিদ মোড়ে এই দূর্ঘটনা ঘটে। নিহত সিএনজি চালক মোঃ শরীফ ( ৪০) ঈশ্বরদী আওতাপাড়ার জামাল মিয়ার ছেলে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম দূর্ঘটনার খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দ্রুততার সঙ্গে উন্নত চিকিৎসার জন্য রামেকে প্রেরণের ব্যবস্থা করেন। অভিভাবকহীন এক রোগিকে নিজের পকেটের টাকা দিয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। এই ঘটনাটিতে ভূয়সী প্রশংসায় ভাসছেন ওসি রফিকুল ইসলাম। এরআগেও বেশ কয়েকটি ঘটনার কারণে সবাই বর্তমান ওসি রফিকুল ইসলামকে মানবিক ওসি হিসেবে মনে করছেন। গুরুতর আহতরা হলেন, কুষ্টিয়ার দৌলতপুরের জল্লাদখালিপাড়ার মজিবুর রহমানের ছেলে মোহাম্মাদ মিল্টন, ঈশ্বরদীর মহাদেবপুর গ্রামের সোহরাব প্রামানিকের ছেলে শরীফ প্রামানিক, পাবনার দাপুনিয়ার আজাহার প্রামানিকের ছেলে উজির হোসেন, প্রাইভেটকারের যাত্রী পাবনা সদর থানার বাগচিপাড়ার আব্দুল মান্নানের মেয়ে আখি খাতুন ও কামালপুর গ্রামের মোজাম্মেল হক ফকিরের ছেলে মোঃ সুমন। থানা ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, ঘটনার সময় পাকশীর রুপপুর থেকে ৬ যাত্রী নিয়ে আওতাপাড়ায় যাওয়ার সময় ঘটনাস্থলে একটি ভ্যানকে ধাক্কা দিয়ে সড়কের মাঝে চলে আসে। এই সময় আওতাপাড়া থেকে রুপপুরের দিকে আসা প্রাইভেটকারের সঙ্গে সিএনজিরটি মুখোমুখি সংঘর্ষ লেগে এই দূর্ঘটনা ঘটে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার নিশাত হাসনা আনজুম জানান, আহতদের অবস্থাগুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) প্রেরণ করা হয়েছে। গুরুতর আহতদের মধ্যে একজনের কোন অভিভাবক না থাকায় ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ রফিকুল ইসলাম স্যার নিজের খরচে রামেক প্রেরণ করে মানবতার পরিচয় দিয়েছেন। গুরুতর মোহাম্মাদ মিল্টন মোল্লার মা শেফালী বেগম জানান, ঘটনার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আমাদের পরিবারের কেউ ছিল না। কিন্তু আমার ছেলের অবস্থা খুবই খারাপ। থানার ওসি সাহেব যদি দয়া করে আমার ছেলেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এম্বুলেন্স ভাড়া দিয়ে না পাঠাতেন তাহলে আমার ছেলেকে বাঁচানো সম্ভব হতো না। যদিও আমার ছেলের অবস্থা এখনও ভাল না। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম জানান, দূর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে। আমি মানবিক দিক বিবেচনা করে গুরুতর আহত অভিভাবকহীন রোগিকে বাঁচানোর জন্য চেষ্টা করেছি। পুলিশরা সব সময়ই ভাল কাজের সঙ্গে থাকে। অসহায় ও বিপদগ্রস্থদের সহযোগিতা করে। আমিও তাই করেছি। বাঁচামরণ আল্লাহর হাতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর