শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৪৩ পূর্বাহ্ন

ই-পেপার

মানবিক শিক্ষক ও চিকিৎসক আয়ুব হোসেনের মৃত্যু

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: সোমবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৪, ১১:৩১ অপরাহ্ণ

গরীব দুঃখী আত্ম মানবতার সেবায় দীর্ঘ ৩৭ বছর দাতব্য চিকিৎসালয় চালিয়ে আসা শিক্ষক আয়ূব হোসেন (৮২) চলে গেলেন না ফেরার দেশে (ইন্নালিল্লাহি.. রাজিউন)। পাবনার চাটমোহরের এ কৃতি সন্তান সোমবার (১৯ ফেব্রুয়ারী) ভোর রাত প্রায় ২ টার দিকে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শ্বাসকষ্ট জনিত কারণে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন ছেলে, চার মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, প্রায় ৩৭ বছর যাবৎ চাটমোহর পৌর সদরের নতুন বাজার এলাকায় অবস্থিত জহুরা-মোজাহার নামে হোমিও দাতব্য চিকিৎসালয় পরিচালনা করে আসছিলেন মরহুম এ শিক্ষক। ১৯৬৪ সালে তিনি চাটমোহর রাজা চন্দ্রনাথ ও বাবু সম্ভুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগ দান করেন। এলাকার গরীব দুঃখী সুবিধাবঞ্চিতদের কথা ভেবে ১৯৮৭ সালে নিজের বাড়িতে তার খালা ও খালুর নামে গড়ে তোলেন জহুরা-মোজাহার হোমিও দাতব্য চিকিৎসালয়। সেই থেকে মৃত্যু অবধি গরীব-দুঃস্থ রোগিদের বিনা মূল্যে ব্যবস্থাপত্র ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করতেন। এলাকার গরীব দুঃখী মানুষের চিকিৎসা সেবায় প্রতি শুক্রবার সকাল ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত চিকিৎসা নিতেন তাঁর গড়া দাতব্য চিকিৎসালয়ে।

মরহুমের মৃত্যুতে তাঁর বন্ধ ুবান্ধব, আত্মীয় স্বজন, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নের্তৃবৃন্দ শোক ও সমবেদনা জ্ঞাপন করেছেন। বাদ যোহর চাটমোহর নতুন বাজার এলাকায় শালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে বৃগুয়াখড়া সম্মিলিত কবর স্থানে তাকে দাফন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর