শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:৩০ পূর্বাহ্ন

ই-পেপার

প্রধানমন্ত্রীর নির্দেশ মোতাবেক স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছি:রেলমন্ত্রী

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৪০ অপরাহ্ণ

রেলপথমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, বাংলাদেশে রেলওয়েতে শ্রমিক সংকট রয়েছে। দক্ষ ও জনবল নেই। লোক নিয়োগ করে ট্রেনিংয়ের মাধ্যমে রেলকে আধুনিকায়ন করে এবং রেলপথ মন্ত্রণালয়কে পূর্ণাঙ্গভাবে চালু করার চেষ্টা করছি। রবিবার (১৮ ফেব্রুয়ারি) সকালে পাবনার ঈশ্বরদী শহরের ফতেমোহাম্মদপুরস্থ বাংলাদেশ রেলওয়ে পাকশী বিভাগীয় লোকোমোটিভ ডিজেল কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। রেলপথমন্ত্রী আরও বলেন, বিগত বিএনপি যে গোল্ডেন হ্যান্ডশেকের মাধ্যমে রেলকে যে স্থবির করে দিয়েছিল, সেখান থেকে রেলকে টেনে তুলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রেলপথমন্ত্রী জিল্লুল হাকিম আরও বলেন, আমরা বিভিন্ন সমীক্ষার মাধ্যমে রেলওয়ের লোকোমোটিভ কারখানাগুলোর কর্মক্ষমতা বাড়ানোর চেষ্টা করছি। আধুনিকায়ন চলছে, সম্প্রসারণ চলছে। জনগণকে সবচেয়ে সস্তায় পরিবহনের সুযোগ দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা চেষ্টা করছেন। আমরা তাঁর নির্দেশ মোতাবেক স্মার্ট বাংলাদেশের সঙ্গে তাল মিলিয়ে রেলের উন্নয়নে কাজ করে যাচ্ছি। এসময় উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ুন কবির, পাবনা-৪ আসনের এমপি গালিবুর রহমান শরীফ, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহা-ব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার, প্রধান প্রকৌশলী আসাদুল হক, পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ, পাবনার অতিরিক্ত পুলিশ (অর্থ ও প্রশাসন) মাসুদ আলম, ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবীর কুমার দাস, ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলামসহ পাকশী বিভাগীয় রেলওয়ের  বিভিন্ন কর্মকর্তা এ সময় উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে মন্ত্রী রেলওয়ে পাকশী বিভাগীয় কার্যালয়ে গেলে রেলশ্রমিকলীগের পক্ষ থেকে ১৩ দফা দাবিতে স্মারকলিপি দেন। পরে মন্ত্রী পাকশী বিভাগীয় রেলওয়ে ম্যানেজার (ডিআরএম) কক্ষে রেলওয়ের বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর