শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৮:০৯ অপরাহ্ন

ই-পেপার

বসুন্দিয়ায় সাইফুল নামের এক কাঠ-ব্যবসায়ীর জমি দখলের পায়তারার অভিযোগ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বৃহস্পতিবার, ৩০ জুলাই, ২০২০, ১০:১৬ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর প্রতিনিধি:

যশোর সদর বসুন্দিয়ায় সাইফুল ইসলাম নামের একজন কাঠ ব্যবসায়ীর জমি দখলের পায়তারার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, গত কয়েক মাস আগে স্থানীয় প্রভাবশালী সুজন ক্ষমতার জোরে কাঠ-ব্যবসায়ী সাইফুল ইসলামের বসুন্দিয়া বাজার এলাকার জমি ও নির্মাণাধীন ঘর জবরদস্তি দখল করার পায়তারা করে আসছে বলে জানা গেছে। অভিযোগে আরও উল্যেখ করে সাইফুল বলেন, আমি (সাইফুল) একজন কাঠের ব্যবসায়ী সেই সাথে জমি ক্রয় বিক্রয় আমার মূলত ব্যবসা। সেই সূ্ত্রে গত ২০১৪ সালে সারাফাত নামের এক ব্যক্তির কাছ থেকে জমি ক্রয় করেন বলে তিনি জানান। পরে উক্ত জমির সকল দলীলপত্র’র নাম পত্তন করা হলে নিজের জমিতে একটি ঘর নির্মাণ করতে আসেন সাইফুল।

 

এসময় ঘর নির্মাণ করতে আসলে, স্থানীয় প্রভাবশালী ফড়িংয়ের ছেলে সুজন ও তার ভাই সিমুল এবং পরিবারের অন্যান্য সদস্যরা তাকে প্রাণ নাশের হুমকি দিয়ে নির্মাণাধীন ঘর ভাংচুর করে। এ ব্যাপারে একটি অভিযোগ দায়ের করেছেন বলে তিনি জানান। তবে কোর্টে কোন মামলা দায়ের করেছেন কি না জানতে চাইলে তিনি বলেন কোর্টে কোন মামলা দায়ের করেননি তবে, এবার কোর্টে মামলা করবেন বলে জানিয়েছেন। বর্তমানে জমি সংক্রান্ত জেরে উক্ত কাঠ-ব্যবসায়ী সাইফুল প্রাণনাশের হুমকির মুখে আছেন বলে জানান। তার অভিযোগ সূত্রের উপর ভিত্তি করে, তদন্ত পূর্বক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য প্রসাশনের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com