এস এম সোহাগ রানাঃ তালা (সাতক্ষীরা) প্রতিনিধি:
সম্প্রতি করোনা ভাইরাস প্রার্দুভাব বেড়ে যাওয়ায়। বাংলাদেশে সরকারের যখন সাধারণ ছুটি বা লকডাউন শিথিল করেছে।কিন্তু সাতক্ষীরা কে করোনামুক্ত রাখতে সাতক্ষীরা জেলা প্রশাসকের উদ্যোগে করোনা ভাইরাস মোকাবেলায় সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য ভ্রাম্যমান অভিযান পরিচালনা অব্যাহত রয়েছে।
সোমবার (১১ই মে ) সাতক্ষীরা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট এস এম মোস্তফা কামাল মহোদয়ের নির্দেশনা মতে আজ সাতক্ষীরা তালা বাজারে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সচেতনতা কার্যক্রমের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়। এসময় সরকারি আদেশ অমান্য করে বিনা প্রয়োজনে রাস্তায় ঘোরাঘুরি করার অপরাধে অর্থদণ্ড প্রদান করা হয়।সেনাবাহিনী সার্বক্ষণিক মাঠে রয়েছে।
জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হলে কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। তালা উপজেলা সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট খন্দকার রবিউল ইসলাম তালায় সকল ক্রেতাসাধারণকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও ঈদ কে সামনে রেখে সামাজিক দূরত্ব বজায় রেখে সকল কেনাকাটার জন্য অনুরোধ জানান।