সিংড়া প্রতিনিধি:
তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন দেশে বন্যায় এক তৃতীয়াংশ এলাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। চলনবিলের বন্যার অবনতির কারণে বানভাসী মানুষদের অবর্ননীয় দুর্ভোগের সন্মুখীন হয়েছেন। সিংড়ায় পানি বন্দী হয়ে পড়েচেন লক্ষাধিক মানুষ। তারা বিভিন্ন আশ্রয় কেন্দ্র আম্রয় নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। চলনবিলের মানুষের এ দুঃখ দুর্দশা লাঘবে আমাদের পক্ষে যা কিছু করনীয় তার সব কিছুই করা হচ্ছে। তিনি বলেন, বন্যার্ত মানুষের খাদ্য, চিকিৎসা সহ অন্যান্য সমস্যা সমাধানে আওয়ামী লীগের নেতা কর্মিরা তৎপর রয়েছে।একটি মানুষও না খেয়ে থাকবে না।
জননেত্রী শেখ হাসিনার সরকার একটি মানুষকে না খেয়ে থাকতে দেবে না। কলম ইউনিয়নের ৫টি কেন্দ্রে কয়েক’শ নারী পুরুষের মদ্যে ত্রাণ বিতরণের সময় তিনি এসব কথা বলেন। তিনি বুধবার সকাল ১০ টায় সিংড়া থেকে নৌকা ও ভ্যানে চড়ে এমনকি কাদাপানি মাড়িয়ে আত্রাই নদীর দুতীরে মানুষজনের বাড়ীতে পানি ঢুকে ক্ষয়ক্ষতি সরজমিনে প্রত্যক্ষ করেন। এছাড়া কলকলি ভেঙ্গে যাওয়া বাঁধ জিও ব্যাগ ফেলে পানি উন্নয়ন বোর্ডের উন্নয়ন কাজ পরিদর্শন করেন। জুনাইদ আহমেদ পলক আরো বলেন, সিংড়া এলাকার বন্যার্ত মানুষদের তাৎক্ষনিক সহযোগিতার পাশাপাশি বন্যার পানি নেমে গেলে তাদের পুনর্বাসন করা এবং রাস্তা ঘাট এবং অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগিতা করা হবে।