রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২৩ অপরাহ্ন

ই-পেপার

“চাটমোহর” – মো. শিমুল পারভেজ

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২৯ জুলাই, ২০২০, ৩:৪১ অপরাহ্ণ

পাবনা জেলার অন্তর্গত চাটমোহর একটি
বৃহৎ উপজেলা ও থানা,
আয়তন ৩০৫.৬৩ বর্গ কি.মি. পোস্ট কোড ৬৬৩০
সবার উচিত জানা।

কিভাবে হলো সুন্দর এই উপজেলার নামকরণ চাটমোহর,
ডাকাতদের উপদ্রব থেকে রক্ষা পেতে
চটের থলিতে বেচা-কিনা হতো সোনার মোহর।

চাটমোহরে ১ টি পৌরসভা আছে
সাথে ১১ টি ইউনিয়ন,
পুরুষ ও নারী মিলে
মোট জনসংখ্যা ২,৮৭,৭৯০ জন।

ছায়ায় ঘেরা মায়ায় ভরা চাটমোহরের গ্রাম,
আত্রাই নদী বয়ে চলেছে
চলনবিলের মধ্যে দিয়ে অবিরাম।

রাখাল বাজায় বাশের বাঁশি
মিষ্টি তার সুর,
চলনবিল হতে গ্রাম দেখা যায় দূর বহু দূর।

চাটমোহরে সোনা ফলে
সবুজ শ্যামল মাঠে,
হীরা মানিক মুক্তা মিলে
বড়াল নদীর ঘাটে।

আম বাগানে লিচু বাগানে
বসে পাখির ঝাঁক,
রাত্রে বেলায় জোনাক জ্বলে
ঝিঝি পোকার ডাক।

চাটমোহরে জড়িয়ে আছে
আমার রঙ্গীন শৈশব,
জানি কখনও পাবোনা আর
হারানো ঐ দিন সব।


আপনার মতামত লিখুন :

২ responses to ““চাটমোহর” – মো. শিমুল পারভেজ”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর