মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫৮ অপরাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নান্দাইলে পাথর ব্যবসায়ী-শ্রমিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ ভাঙ্গুড়ায় ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির প্রতিবাদে শিল্প ও বণিক সমিতির মানববন্ধন ও সংবাদ সম্মেলন চাটমোহরে মানব সেবা অভিযানে গাছ বিতরণ ও অনুদান প্রদান রাণীনগরে সালিশে হাজির না হওয়ায় বাড়িতে হামলা: ভাঙচুর তালাবদ্ধ অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন ইউএনও রিজু তামান্না ভূমিসেবা পেতে সরকারি খরচ ছাড়া অতিরিক্ত টাকা নিলে কঠোর ব্যবস্হা, হুশিয়ারি জেলা প্রশাসক মোস্তাক আহমেদের সাতক্ষীরা টিটিসিতে মানবপাচারের বিরুদ্ধে সচেতনতা সেশন অনুষ্ঠিত রাণীনগরে বুদ্ধি প্রতিবন্ধী নারীকে ধ*র্ষ*ণ*চেষ্টা: অভিযুক্ত অধরা

আলীকদমে কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ও আর্থিক অনুদান বিতরণ

মোঃ নাজমুল হুদা, লামা(বান্দরবান):
আপডেট সময়: শুক্রবার, ১ আগস্ট, ২০২৫, ৭:৪৮ অপরাহ্ণ

বান্দরবান পার্বত্য জেলার আলীকদম উপজেলায় পারফরমেন্স বেজড গ্রান্টস ফর সেকেন্ডারি স্কিমের আওতায় কৃতি শিক্ষার্থীদের মাঝে সম্মাননা সনদ, ক্রেস্ট ও আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও বান্দরবান জেলা শিক্ষা অফিস যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে বান্দরবান জেলা শিক্ষা অফিসের কর্মকর্তা আবু ছালেহ মুহাম্মদ ফরিদ উদ্দীনের সভাপতিত্বে অতিথি  হিসেবে উপস্থিত ছিলেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তর, বাংলাদেশের সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন শাখা) মোঃ খালিদ হোসেন।
এছাড়াও  আলীকদম সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল ইসলাম, আলীকদম উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান, আলীকদম প্রেসক্লাবের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা বিপুল উৎসাহ নিয়ে অংশগ্রহণ করেন।
আলীকদম উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার বিভিন্ন বিদ্যালয় থেকে নির্বাচিত ২৬ জন কৃতি শিক্ষার্থীর মাঝে সম্মাননা সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম (এসইডিপি) এর আওতায় এই ২৬ জন ছাত্র-ছাত্রীর ব্যাংক অ্যাকাউন্টে প্রতিজন ১০ হাজার টাকা হারে মোট ২ লক্ষ ৬০ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও উৎসাহিত করবে এবং তাদের ভবিষ্যৎ গঠনে সহায়ক হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর