আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বানচালের দেশী-বিদেশী চক্রান্ত সম্পর্কে মুক্তিযোদ্ধাদের সজাগ থাকার আহবান জানিয়েছেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আহসানুল ইসলাম টিটু এমপি। তিনি বলেন যখন আমাদেও মাননীয় প্রধানমন্ত্রী দেশনেত্রী শেখ হাসিনা সকল ষড়যন্ত্র উপেক্ষা করে দেশে অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহনমূলক নির্বাচনের আয়োজন করেছেন ঠিক তখনই জামায়াত-বিএনপি ও তাদের দোসররা নির্বাচন ঠেকানোর গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আপনারা যারা ৭১ সালে আমাদের মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দেশকে মুক্ত করেছেন, তারা আবারও প্রস্তুত হন পাকিস্থানী দোসরদেও ষড়যন্ত্র রুখতে। দেশের ধারা বাহিক উন্নয়নের স্বার্থে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তির প্রতীক নৌকাকে বিজয়ী করে আবারও ক্ষমতায় আনতে হবে। তিনি এসময় নাগরপুর-দেলদুয়ারের সকল মুক্তিযোদ্ধাদের ঐক্যবদ্ধ হয়ে নৌকাকে বিজয়ী করার আহবান জানান। তিনি আরো বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করার মধ্য দিয়ে সব ষড়যন্ত্রের জবাব দিতে হবে। রবিবার (২৫ডিসেম্বর) দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লে· মিলনায়তনে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আয়োজিত এক নির্বাচনী সভায় তিনি এসব কথা বলেন।তিনি এসময় বিগত সময়ে নাগরপুর-দেলদুয়ারের বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডের চিত্র তুলে ধরেন এবং তার অসমাপ্ত কাজ গুলো এগিয়ে নিতে আবারো নৌকায় ভোট দিয়েতাকে বিজয়ী করার জন্য উপস্থিত সকল মুক্তিযোদ্ধাদের প্রতি আহবান জানান। উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতিবীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন তালুকদারের সভাপতিত্বে ও সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা সুজায়েত হোসেনের অনুষ্ঠিত নির্বাচনী সভায় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মো.আনিসুর রহমান,সাধারণ সম্পাদক মো.কুদরতআলী, বীর মুক্তিযোদ্ধা মো.ছানোয়ার হোসেন, দেওয়ান আশরাফ হোসেন,নীরেন্দ্র নাথ পোদ্দার প্রমূখ।এসময় উপজেলার বিভিন্ন এলাকার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। সভা শেষে এক বর্নাঢ্য র্যালী নাগরপুর বাজারের গূরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে।