সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

আগৈলঝাড়ায় ইউএনও’র স্ত্রীসহ ৭জনের করোনা আক্রান্তর সর্বোচ্চ রেকর্ড

প্রতিনিধির নাম:
আপডেট সময়: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২০, ১০:৫৭ অপরাহ্ণ

রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশালের আগৈলঝাড়ায় ইউএনও’র স্ত্রীসহ তিন নারী সদস্যর করোনায় আক্রান্তর মধ্য দিয়ে ৭জনের আক্রান্তর সর্বোচ্চ রেকর্ড হয়েছে।
মঙ্গলবার রাত দশটায় তথ্যের সত্যতা নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বখতিয়ার আল মামুন জানান, গত ২৪ ঘন্টায় উপজেলা নির্বাহী অফিসারের স্ত্রীসহ উপজেলায় ৭ জনের করোনা ভাইরাস সনাক্ত হয়েছে।

আক্রান্তদের মধ্যে রয়েছেন উপজেলা নির্বাহী অফিসার রওশন ইসলাম চৌধুরীর স্ত্রী, কালুপাড়া গ্রামের বাসিন্দা ৩জন, আমবৌলা গ্রামের নারী বাসিন্দা ১জন, বাগধা গ্রামের বাসিন্দা ১জন ও নাঘিরপারের নারী বাসিন্দা একজনসহ মোট ৭জন। একই দিন কালুপাড়া গ্রামের ২জন, পয়সা ও বাকাল গ্রামের ১জন করে মোট ৪ জনের সুস্থ্যতার খবর জানিয়েছেন তিনি।উপজেলায় এপর্যন্ত মোট করেনায় আক্রা ৪৯জন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৯ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর