খাগড়াছড়ির রামগড়ে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের পক্ষে দিনব্যাপী পথসভা করেছেন ২৯৮নং খাগড়াছড়ি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জেলা আওয়ামী লীগের সভাপতি কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি।
আজ শনিবার সকালে জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়ন, বিকেলে ১নং রামগড় ইউনিয়ন ও সন্ধায় পৌরসভার রামগড় বাজারে অনুষ্ঠিত পথসভায় নৌকা মার্কার পক্ষে ভোট চেয়ে বক্তব্য রাখেন।
শান্তি সম্প্রীতি উন্নয়নের পক্ষে প্রতিজ্ঞা করে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা বলেন, আমরা উন্নয়নশীল দেশের নাগরিক। আমরা স্মার্ট দেশের নাগরিক হতে চলেছি। তাই দেশকে পিছিয়ে যেতে দেওয়া যাবে না। যারা নির্বাচনের নামে মানুষকে হয়রানি করে, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে, বসতবাড়ি ভাঙচুর করে, গাড়িতে আগুন দেয় তারা কখনো গনতন্ত্র আনতে পারে না। শান্তি সম্প্রীতি উন্নয়ন করতে পারে না। তাই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সাংবিদানিক সরকার প্রতিষ্ঠা করতে আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে খাগড়াছড়ি আসনটি উপহার দেয়ার আহ্বান জানান।
পৌর মেয়র ও পৌর আ.লীগের সভাপতি রফিকুল আলম কামাল এর সভাপতিত্বে আয়োজিত পথসভায় আরো বক্তব্য রাখেন, সংরক্ষিত আসনের সাংসদ বাসন্তি চাকমা, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি এ্যাডভোকেট আশুতোষ চাকমা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দিদারুর আলমসহ প্রমুখ।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কাজী নুরুল আলম এর সঞ্চালনায় সভায় জেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও খাগড়াছড়ি পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী, জেলা পরিষদ সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, রামগড় উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ.লীগের যুগ্ন সম্পাদক বিশ্ব প্রদীপ কুমার কার্বারী,উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোস্তফা হোসেন,রামগড় ইউপি চেয়ারম্যান শাহ আলম মজুমদার,সাংগঠনিক সম্পাদক শামসুদ্দীন মিলন সহ জেলা ও উপজেলা আ.লীগ ও সহযোগী সংগঠনের বিপুল নেতাকর্মী উপস্থিত ছিলেন।