ভোটের লড়াইয়ে নোঙ্গর প্রতীক নিয়ে নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় মেতেছেন পাবনা- ২ আসনের বিএনএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডলি সায়ন্তনী। নিজ দলের প্রতীক নোঙ্গর সম্বলিত লিফলেট বা প্রচারপত্র হাতে নিয়ে সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ভোট চাইছেন তিনি। পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে আবেগাপ্লুত কর্মী সমর্থকরাও।
প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণার শনিবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সুজানগর উপজেলার দুলাই, চড় দুলাই, চড় চিনাখড়া, জোড় পুকুরিয়া, তাঁতীবন্দ এলাকার হাট বাজার থেকে শুরু করে গ্রামগঞ্জে সমাজের অবহেলিত সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন ডলি সায়ন্তনী। এসময় লিফলেট বিতরণের মধ্য দিয়ে ভোটারদের কাছে ভোট চান তিনি। জনপ্রিয় এই তারকাকে কাছে পেয়ে আনন্দিত এলাকার সাধারণ মানুষ, ভোটের মাঠে ডলিকে স্বাগত জানিয়ে ভোট দেবার আশ্বাস দেন তারা।
কথা হয় চর চিনাখড়া এলাকার সমেজান খাতুনের সাথে তিনি বলেন, আমাদের মেয়ে আমাদের কাছে ফিরে আসছে, এবার নির্বাচনে আমরা তাকেই এমপি করতে চাই। এছাড়াও দুলাই বাজারের সানজিদা শুক্তি, নুরজাহান খাতুন শিল্পী বলেন, আমরা ছোট থেকেই তার জনপ্রিয় গান শুনে বড় হয়েছি, আমরা তার ভক্ত যেহেতু আমাদের পছন্দের তারকা নির্বাচনে দাড়িয়েছেন আমরা তাকেই এমপি হিসেবে দেখতে চাই।
কথা হয় চড় দুলাই এলাকার গোকুল মিয়া, কামরুল ইসলাম, জহুরুল ইসলামের সাথে তারা জানান, জনপ্রিয় শিল্পী ডলী সায়ন্তনীর গান আমরা অনেক শুনেছি কিন্তু বাস্তবে এই প্রথম তাকে দেখলাম, তিনি প্রার্থী হওয়ায় এলাকায় উৎসব মুখোর পরিবেশ বিরাজ করছে। এবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসনে তাকেই এমপি হিসেবে দেখতে চান বলে জানান এলাকার সাধারণ মানুষ।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৯-পাবনা-২ সুজানগর ও আমিনপুর আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন – বিএনএম সংসদ সদস্য প্রার্থী জনপ্রিয় কন্ঠ শিল্পী ডলি সায়ন্তনী বলেন, আমাকে তারা মেয়ে হিসেবে গ্রহণ করেছে এবং আমাকে তারা আপন করে নিয়েছে। আমি তাদের জন্য কাজ করতে চাই এবং আমি সারাজীবন সাধারণ মানুষের সেবা করতে চাই। তিনি আরও বলেন, আমাকে সংসদ নির্বাচিত করলে, আমি আমার এলাকার স্কুল-কলেজ, রাস্তাঘাটের উন্নয়ন করতে চাই। এছাড়াও উন্নত চিকিৎসার জন্য ভালো হাসপাতাল নির্মাণ করাসহ সাধারণ মানুষের সেবা করে যেতে চাই।