আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের হাওয়া সমগ্র বাংলায় লেগেছে। প্রতিদ্বন্দ্বিতা মুলক এ নির্বাচনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিচ্ছেন। চারিদিকে চলছে নির্বাচনী আমেজ। এবারের নির্বাচন হবে একটি অংশগ্রহণমূলক নির্বাচন। সিলেট-৬ আসন (গোলাপগঞ্জ- বিয়ানীবাজার) বাসীকে আহবান করবো আপনাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে, ভোট কেন্দ্রে গিয়ে ভোটের মাধ্যমে নির্বাচিত করুন।
২০ ডিসেম্বর (বুধবার) গোলাপগঞ্জ বাজারের মার্ভেলাস টাওয়ারে নির্বাচনী অফিস উদ্ভোদন কালে এ কথা বলছেন বলেন ইসলামী ঐক্য জোটের প্রার্থী মুফতী সাদিকুর রহমান।
তিনি বলেন, মিনার প্রতিকে গনজাগরণ হবে এবার গোলাপগঞ্জ-বিয়ানীবাজারে। আর এ গনজাগরণে মিনারের সাথী হবে গণতন্ত্রপ্রেমী মানুষ। দেশের কৃষক, শ্রমিক, সাধারণ জনগণ ও ধর্মপ্রাণ মানুষ হবে মিনারের এগিয়ে যাওয়ার অন্যতম কারিগর। গোলাপগঞ্জ- বিয়ানীবাজারের নিশ্চিত উন্নয়নের স্বার্থে মিনারের পক্ষে আপনাদের মুল্যবান ভোট প্রদান করুন।
আমি আহবান করছি, আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে এই আসনে মিনার প্রতিকের পক্ষে আপনারা সকলে ভোট দিয়ে মিনারকে জয়যুক্ত করে আমাকে আপনাদের খেদমতের সুযোগ দিবেন।
এসময় উপস্থিত ছিলেন, গোলাপগঞ্জ উপজেলার সিনিয়র সাংবাদিক মাওলানা আবুল জলিল, ফরিদুজ্জামান, ইমদাদুল আলম, মুসা আহমদ, সালিকুর রহমান সালিক প্রমুখ।