শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ১১:২১ পূর্বাহ্ন

ই-পেপার

উন্নয়ন চাইলে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে : দারা

নিহাল খান, রাজশাহী প্রতিনিধি:
আপডেট সময়: বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩, ৫:১৩ অপরাহ্ণ

রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ও রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব আব্দুল ওয়াদুদ দারা বলেছেন,জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন।এ দেশের কিছু কুলাঙ্গারের কারণে তিনি স্বাধীনতার স্বাদ মানুষের মাঝে পৌঁছে দিতে পারেননি।তবে তিনি একটি স্বপ্ন আমাদের মাঝে দিয়ে গেছেন,তা হলো সোনার বাংলা গড়ার স্বপ্ন।সেই স্বপ্ন বাস্তবায়নে তাঁরই সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।
তিনি বলেন,বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার স্বপ্নে বিভোর প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ পরিচালনায় সফলতার স্বাক্ষর রেখেছেন।আমাদের সকলের প্রিয় জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমিও যেন আজীবন আপনাদের সেবায় কাজ করে যেতে পারি।আর সে কারনেই পুঠিয়া-দূর্গাপুরের সার্বিক উন্নয়ন করতে হলে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে।
২১ ডিসেম্বর (বৃহস্পতিবার) দূর্গাপুর উপজেলার ঝালুকা ইউনিয়নে নির্বাচনী গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
আব্দুল ওয়াদুদ দারা আরো বলেন,শেখ হাসিনা আমাদের হৃদয়ে আরেকটি জিনিস দিয়েছেন, সেটি হলো আমরা বিজয়ী জাতি,আমরা মাথা নত করি না,আমরা পারি এবং পারবো।এই আত্মবিশ্বাস প্রতিটি ঘরে ঘরে দিয়েছেন।এ কৃতিত্ব আমাদের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার।
নিশ্চিত উন্নয়নের স্বার্থে নৌকার পক্ষে ভোট দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন,দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প নেই। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে নৌকার বিকল্প নেই।আমি আহবান করছি,আগামী ৭ জানুয়ারী সকল ভেদাভেদ ভুলে গিয়ে নৌকার পক্ষে সকলে ভোট দিবেন।বিপুল ভোটে নৌকার প্রার্থীকে জয়যুক্ত করে প্রধানমন্ত্রীকে এ আসনটি উপহার দেবেন আপনারা।
তিনি আরো বলেন,জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।তিনি বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতির মহানায়ক।তিনি আমাদের বিশ্ব দরবারে মর্যাদার আসনে বসিয়েছেন।তাঁর পাশে থেকে সকল অপশক্তিকে আমাদের মোকাবেলা করতে হবে।
এসময় রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার,দূর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান ফিরোজ,সাধারণ সম্পাদক অধ্যক্ষ মোজাম্মেল হক,উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, পৌর আওয়ামী লীগ সভাপতি আজাহার আলী, সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শরীফ,ঝালুকা ইউপি চেয়ারম্যান আকতার আলী,ঝালুকা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকবর আলী,সাধারণ সম্পাদক সাইদুর রহমান সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর