দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনের ইসলামী ঐক্য জোটের প্রার্থী সাদিকুর রহমানের নির্বাচনী গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ ডিসেম্বর) দুপুর গোলাপগঞ্জ বাজারে এ গণসংযোগ অনুষ্ঠিত হয়।
এসময় সাদিকুর রহমান গোলাপগঞ্জ বাজারের বিভিন্ন ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের কাছে আগামী ৭ জানুয়ারী মিনার প্রতীকে ভোট প্রার্থনা করেন। সেই সাথে নির্বাচনে সকলের সহযোগিতা কামনা করে সাদিকুর রহমান বলেন, আনুষ্ঠানিক গণসংযোগের প্রথম দিনেই ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি। আশা করছি আগামী ৭ জানুয়ারি ব্যাপক উৎসাহ উদ্দীপনার সাথে সবাই মিনার প্রতীকে ভোট দিবে।
আগামী নির্বাচনে প্রশাসনের সহযোগিতার আশ্বাস পেয়েছি। আশা করছি প্রশাসন সহযোগিতা করবে। মাননীয় প্রধানমন্ত্রীও নির্বাচনকে সুষ্ঠু নিরপেক্ষ করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন। গণসংযোগে সিলেট জেলা ইসলামী ঐক্য জোটের জেলা ও স্থানীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন।