প্রতীক পেয়েই নিজ নির্বাচনী এলাকায় প্রচারণায় মেতেছেন পাবনা ২ আসনের বিএনএম মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডলি সায়ন্তনী। নিজ দলের প্রতীক নোঙ্গর সম্বলিত লিফলেট বা প্রচারপত্র হাতে নিয়ে সাধারণ মানুষের কাছে চাইছেন ভোট। প্রচারণার প্রথম দিনেই পছন্দের প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন সমর্থকরা।
প্রতীক বরাদ্দের পর আনুষ্ঠানিক প্রচারণার প্রথম দিন সোমবার (১৩ ডিসেম্বর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত সুজানগরের ও আমিনপুরের কয়েকটি বাজার ঘুরে সাধারণ মানুষের সাথে মতবিনিময় করেন ডলি সায়ন্তনী। এসময় লিফলেট বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ভোট চান তিনি। জনপ্রিয় এই তারকাকে কাছে পেয়ে আবেগাপ্লুত সাধারণ মানুষ, ভোটের মাঠে ডলিকে স্বাগত জানিয়ে ভোট দেবার আশ্বাস দেন তারা।