রিয়াজুল ইসলাম বাচ্চু, ঝালকাঠি:
মুজিববর্ষ উপলক্ষে ঝালকাঠি জেলা পুলিশের বৃক্ষরোপন কর্মসূচীর আয়োজন করা হয়েছে। ২৮ জুলাই মঙ্গলবার সকালে ঝালকাঠি জেলা পুলিশ লাইনে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বরিশাল রেঞ্জ বরিশালের ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম বার, পিপিএম। এ সময় ঝালকাঠি পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিনসহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।পরে প্রধান অতিথি পুলিশ লাইনে বৃক্ষরোপন কর্মসূচী উদ্বোধন করেন।