দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে টাঙ্গাইল ৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনে ১৩ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) জমাদানের শেষ দিন জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম এবং সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট প্রার্থীরা তাদের মনোনয়নপত্র দাখিল করেন।
এরা হচ্ছে – টাঙ্গাইল জেলা আ.লীগ শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক ও বর্তমান সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু (আ.লীগ), টাঙ্গাইল জেলা আ.লীগ সহ সভাপতি তারেক শামস খান হিমু (স্বতন্ত্র), নাগরপুর উপজেলা আ.লীগ সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম (স্বতন্ত্র), সদস্য কাজী এটিএম আনিসুর রহমান বুলবুল (স্বতন্ত্র), জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি আবুল কাশেম (জাতীয় পার্টি-জাপা), মোহাম্মদ মামুনুর রহমান (জাতীয় পাটি -জেপি), মুহাম্মদ আশরাফুল ইসলাম (স্বতন্ত্র), সৈয়দ মাহমুদুল ইলাহ লিলু (স্বতন্ত্র), খন্দকার ওয়াহিদ মুরাদ (বিএনএম), মো. আব্দুল হাফেজ বিলাস (স্বতন্ত্র), মোহাম্মদ আনোয়ার হোসেন (তরিকত ফেডারেশন), আব্দুল করিম (বিএসপি), মো. রাকিব হোসেন (স্বতন্ত্র)।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীর মনোনয়ন পত্র বাছাই হবে ১ ডিসেম্বর থেকে ৪ ডিসেম্বর এবং প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ হবে ১৮ ডিসেম্বর।৭ জানুয়ারী ভোট গ্রহন।