সোমবার, ১৩ মে ২০২৪, ১০:০৫ পূর্বাহ্ন

ই-পেপার

সিংড়ায় পলক-শফিকসহ ১২ জনের মনোনয়নপত্র দাখিল

সিংড়া (নাটোর) প্রতিনিধি:
আপডেট সময়: শুক্রবার, ১ ডিসেম্বর, ২০২৩, ১১:৪৮ পূর্বাহ্ণ

সিংড়া উপজেলা নিয়ে গঠিত নাটোর-৩ আসন। এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮ হাজার ৭৯৪ জন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে আ.লীগ মনোনীত প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও সদ্য পদত্যাগকারী সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিকসহ মোট ১২ জন মনোনয়নপত্র দাখিল করেছেন।

রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

পলক-শফিক ছাড়াও মনোনয়নপত্র জমা দিয়েছেন জেলা আ.লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও শেরকোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক শামসুল ইসলাম, স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, সিংড়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি প্রকৌশলী আনিসুর রহমান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সদস্য ও সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান, বাংলাদেশ সুপ্রিম পার্টির নাটোর জেলার অর্থ সম্পাদক রুস্তম আলী, জাকের পার্টির নাটোর জেলার মহিলা সভানেত্রী রাকিবা হক, বাংলাদেশ তরিকত ফেডারেশনের সদস্য আলতাফ হোসেন, বিকল্পধারা বাংলাদেশ সিংড়া উপজেলার আহŸায়ক আনোয়ার হোসেন এবং তৃণমুল বিএনপির আবুল কালাম আজাদ ও বাংলাদেশ কংগ্রেসের মনোনয়নপত্র জমা দিয়েছেন আমিরুল ইসলাম।

সদ্য পদত্যাগকারী সিংড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র প্রার্থী শফিকুল ইসলাম শফিক বলেন, দলীয়ভাবে উন্মুক্ত করে দেওয়ায় তিনি নির্বাচনে অংশ নিচ্ছেন। সিংড়ার জনগণের ভালোবাসায় একবার উপজেলা ভাইস চেয়ারম্যান, দুইবার উপজেলা চেয়ারম্যান হিসেবে প্রায় ১৫ বছর দায়িত্ব পালন করেছি। দলে আমার কোনো পদ-পদবি নাই। সিংড়ার জনগণের দাবির মুখে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছি। আশা করছি এবার বঞ্চিত মানুষের আশার প্রতিফলন ঘটবে। জনগণের ভোটে বিজয়ী হয়ে শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

আ.লীগ প্রার্থী জুনাইদ আহমেদ পলক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা আমাকে পঞ্চমবারের মতো নাটোর-৩ (সিংড়া) আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন। আগামীতে নান্দনিক, আধুনিক এবং স্মার্ট সিংড়া গড়ে তোলা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com