মানিকগঞ্জ ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হয়ে মনোনয়ন পত্র জমা দিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের উপদেষ্টা এস এম জাহিদ। নিজ নির্বাচনি এলাকা দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসে ৩০ শে ডিসেম্বর (বৃহস্পতিবার) দুপুরে তার সমর্থনকারী নেতা কর্মীদের নিয়ে মনোনয়ন পত্র জমা দেন । এসময় এস এম জাহিদকে সমর্থন জানিয়ে ঢাক-ঢোল পিটিয়ে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বরন করে নেন তার সমর্থন কারী নেতা কর্মীসহ হাজারও জনতা।স্থানীয় কয়েকজন নেতা কর্মী ও জন সাধারণদের সাথে কথা বলে জানা যায়, ঘিওর -দৌলতপুর ও শিবালয় উপজেলা নিয়ে গঠিত মানিকগঞ্জ ১ আসনে এস এম জাহিদের ব্যাপক জন প্রিয়তা থাকায় এবার দলীয় প্রতীক না পেলেও স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে আসায় অনেক খুশি সাধারণ মানুষ। আগামী ৭ জানুয়ারি ভোটের মধ্য দিয়েই প্রমান করে দিতে চান, এস এম জাহিদের জনপ্রিয়তা কাকে বলে। এস এম জাহিদ এবার মনোনয়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নেওয়ায় অনেক খুশি সাধারণ মানুষ।