ঝালকাঠি-১ আসনে ১১ জন ও ঝালকাঠি-২ আসনে ৪ জনসহ মোট ১৫ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগের বজলুল হক হারুন, সাংস্কৃতিক পার্টির মামুন সিকদার,তৃনমুল বিএনপির জসীম উদ্দিন, জাকের পার্টির আবুবকর সিদ্দিক, আওয়ামী লীগের স্বতন্ত্র মনিরুজ্জামান মনির, স্বতন্ত্র! নুরুল আলম, মো. ইসমাইল, জাতীয় পার্টির ইজাজুল হক, স্বতন্ত্র মজিবর রহমান, ব্যারিস্টার আবুল কাশেম ফখরুল ( বিএনপি থেকে সম্প্রতি বহিষ্কৃত) ও ব্যারিস্টার শাহজাহান ওমর। তবে শাহজাহান ওমর কোন দল থেকে মনোনয়ন জমা দিয়েছেন তা তৎক্ষণাৎ জানা না গেলেও রিটার্নিং অফিস সূত্রে জানা যায। ফরমে তিন রাজনৈতিক দলের স্থানে আওয়ামীলীগের ঘরে টিক চিহ্ন দিয়েছেন।
ঝালকাঠি-২ ঃ ঝালকাাঠি-২ আসনে আওয়ামীলীগের আমির হোসেন আমু, জাকের পার্টির মো. ফারুক হোসেন, জাতীয় পার্টির নাসির উদ্দিন ও এনপিপির মো. ফোরকান মনোনয়নপত্র দাখিল করেছেন।