আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি হওয়ার আশায় পদত্যাগ করলেন পাবনার চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার। পাবনা-৩ আসন (চাটমোহর-ভাঙ্গুড়া-ফরিদপুর) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এ সিদ্ধান্ত নিয়েছেন বলে নিশ্চিত করেছেন করেছেন আব্দুল হামিদ মাস্টার।
সোমবার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিবের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। সচিব পদত্যাগপত্রটি গ্রহণ করেন এবং তার আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় সরকার বিভাগ চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করেন।
মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় বরাবর পদত্যাগপত্র জমা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম।
এর আগে সোমবার বিকালে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা।
সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিম বলেন, পাবনা-৩ আসনের জন্য সোমবার বিকালে উপজেলা চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার মহোদয় মনোনয়ন ফরম উত্তোলন করেছেন। সেই সঙ্গে পদত্যাগও করেছেন। মঙ্গলবার কাগজ হাতে পেয়েছি।
এ বিষয়ে জানতে চাইলে স্বতন্ত্র প্রার্থী আব্দুল হামিদ মাস্টার বলেন, ভোটারদের চাওয়ার পরিপ্রেক্ষিতে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম উত্তোলন করেছি। সেই সঙ্গে উপজেলা চেয়ারম্যানের পদ থেকেও পদত্যাগ করেছি।
তিনি বলেন, দলীয় সিদ্ধান্ত মোতাবেক স্বতন্ত্র প্রার্থী হওয়ার সুযোগও রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনকে সবাই মিলে গ্রহণযোগ্য এবং উৎসবমুখর করতে চাই বলে মন্তব্য করেন তিনি।