পাবনা-৪ (আটঘরিয়া- ঈশ্বরদী) আসনের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন মো. রেজাউল করিম।
সোমবার ২৭ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টি চেয়ারম্যানের কার্যালয়ে মনোনয়ন বোর্ডের সভায় এ ঘোষণা দেয়া হয়।
জাতীয় পার্টি চেয়ারম্যান ও মনোনয়ন বোর্ড সভাপতি গোলাম মোহাম্মদ কাদেরের সভাপতিত্বে সভায় পার্টি মহাসচিব ও মনোনয়ন বোর্ডের সদস্য সচিব জাতীয় পার্টির পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনের প্রার্থী হিসেবে মোঃ রেজাউল করিমের নাম ঘোষণা করেন।