জাতীয় সংসদের ৫টি আসন নিয়ে জামালপুর জেলা গঠিত। ৫টি আসনের জন্য ৩৮ জন এমপি প্রার্থী আওয়ামীলীগের দলীয় মনোনয়ন ক্রয় করে ছিলেন। ৫টি আসনের মধ্যে ৩টি আসনে নতুন মুখ ও ২টি আসনে পুরাতনরাই দলীয় মনোনয়ন পেয়েছেন। নতুন মুখ হিসেবে যারা দলীয় মনোনয়ন পেয়েছেন তারা হলেন-জামালপুর-১ আসনে জেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ ও বকশীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি নূর মোহাম্মদ, জামালপুর-৫ আসনে প্রধানমন্ত্রীর সাবেক মুখ্য সচিব আবুল কালাম আজাদ ও জামালপুর-৪ আসনে আওয়ামীলীগের সাবেক কেন্দ্রীয় নেতা এডভোকেট মালেকের ছেলে ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমান। পুরাতন হিসেবে যারা আওয়ামীলীগের মনোনয়ন পেয়েছেন তারা হলেন- জামালপুর-৩ আসনে আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠিক সম্পাদক মির্জা আজম ও জামালপুর-২ আসনে ধর্মপ্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল।
বাদ পড়েছেন জামালপুর-১(দেওয়ানগঞ্জ-বকশীগঞ্
দলীয় মনোনয়ন বঞ্চিতদের মধ্যে জামালপুর-৪(সরিষাবাড়ী) আসনের এমপি সাবেক প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম ক্রয় করেছেন।
এব্যাপারে সরিষাবাড়ী উপজেলা নির্বাচন কর্মকর্তা সাখাওয়াত হোসেন জানান, ডা. মুরাদ হাসানের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মুখলেছুর রহমান নামে জনৈক ব্যাক্তি মনোনয়ন ফরম ক্রয় করেছেন।