শনিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন

ই-পেপার

শিরোনাম :
শিরোনাম :
নাগরপুরে জামায়াতে ইসলামী’র ইউনিয়ন ভিত্তিক নির্বাচনী কর্মশালা অনুষ্ঠিত ভাঙ্গুড়ায় তথ্য অধিকার আইনে আবেদন করেও তথ্য না পাওয়ার অভিযোগ ইউএনও’র বিরুদ্ধে জকিগঞ্জে এইচসিআই’র উদ্যোগে আধুনিক মাদরাসার উদ্বোধন ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখ এর ৫৪তম শাহাদত বার্ষিকী পালন করলো বিজিবি ঈশ্বরদীতে নানা আয়োজনের মধ্যে দিয়ে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন ভাঙ্গুড়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষককে শোকজ ঘিরে বিতর্ক সাংবাদিকদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও বিতর্কিত ওসিকে প্রত্যারের দাবিতে সাংবাদিকদের  মানববন্ধন লামায় সড়কে শৃঙ্খলা ফেরাতে মোবাইল কোর্ট অভিযান 

পাবনার -২ আসনে চায়ের আড্ডায় সমালোচনার ঝড়, কে পাবে আওয়ামী লীগের মনোনয়ন

চলনবিলের আলো ডেস্ক:
আপডেট সময়: বুধবার, ২২ নভেম্বর, ২০২৩, ১:৩৮ অপরাহ্ণ

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, দিনক্ষণ ঠিক রেখে আওয়ামী লীগ জাতীয় পার্টি সহ বিভিন্ন দল তাদের দলীয় মনোনয়ন ফরম বিক্রি করছে, প্রার্থীরা নিজ নিজ সমর্থনকারীদের নিয়ে ইতিমধ্যে তাদের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন । তবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এখনো নির্বাচনে আসবে কি আসবে না তা দল থেকে পরিষ্কার জানানো হয়নি। তবে বিএনপি এখন পর্যন্ত হরতাল অবরোধ দিয়ে আসছে। বিএনপি মাঠে না থাকলেও রাস্তাঘাট চায়ের আড্ডায়,পাড়া মহল্লায় সমালোচনার ঝড় বইছে কে এলাকায় দলের জন্য কাজ করছে, অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে, কোন কোন নেতা কার পক্ষে কাজ করছে, বর্তমান সংসদ বিগত দিনে এলাকায় কি করছে, কে পাবে আওয়ামী লীগের সোনার টিকিট, কে হচ্ছে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী, নানান জল্পনা কল্পনার মধ্য দিয়ে চলছে পাবনা ২ আসনের হিসাব নিকাশ ।

জানা যায় পাবনা -২ (সুজানগর আংশিক বেড়া) আসন থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন ১৫ জন ।
মনোনয়ন প্রত্যাশীরা হলেন সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম কামরুজ্জামান খান উজ্জল, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওহাব, সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, ডঃ মজিবুর রহমান, মোহাম্মদ আজিজ খান, বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আশিকুর রহমান খান সবুজ, মোহাম্মদ আব্দুল মতিন, মোহাম্মদ তোফাজ্জল হোসেন চৌধুরী, মোহাম্মদ আব্দুল কাদের মন্ডল, খন্দকার জাহাঙ্গীর কবির রানা, সাবেক ছাত্রনেতা ইমরান সিরাজ সম্রাট, মোঃ হাসিবুর রহমান মঞ্জু, বিপ্লব চক্রবর্তী দিপু, ও মোল্লা মোহাম্মদ কফিল উদ্দিন।

এদিকে বুধবার (২১-১১-২০২৩ ইং) সন্ধ্যায় আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ রেজাল্ট যখন সামাজিক মাধ্যমে এলাকায় ছড়িয়ে পড়ে ১৫ জনের বিশাল তালিকায় আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর নাম শুনতে পারে ভোটাররা। তখন কয়েকজন প্রার্থীকে নিয়ে হাসি ঠাট্টা করতে দেখা যায়, কারণ ১৫ জন প্রার্থীর মধ্যে অনেকেই দলের সাথে বা এলাকার উন্নয়ন, দুর্দিনে দেখা যায় নাই। অনেকেই প্রার্থীর নাম প্রথম শুনলেন , তারা নিজের স্বার্থ হাসিলের উদ্দেশ্য আওয়ামী লীগের দলীয় টিকেট চেয়েছে বলে মনে করেন সুজানগর আংশিক বেড়ার সংসদীয় আসনের এলাকাবাসী।

এদিকে গতকাল পাবনা -২ আসন ঘুরে দেখা যায় ভোটাররা মনে করেন এবার আওয়ামী লীগ থেকে মনোনয়ন পাইতে এগিয়ে আছেন, সাবেক ছাত্রনেতা ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ কে এম কামরুজ্জামান খান উজ্জল, সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুল ওহাব, সাবেক সংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু, ডঃ মজিবুর রহমান, বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবির, কেন্দ্রীয় নেতা মোহাম্মদ আশিকুর রহমান খান সবুজ।

দেশ স্বাধীনের পর থেকে এই আসনটি যেকোনো দলের জন্য খুব গুরুত্বপূর্ণ, এই আসন থেকে যে সংসদ সদস্য হয়েছে সেই দল সরকার গঠন করেছে। তাই এই আসনটি যেকোনো দলের সরকার গঠনের অগ্রগামী ভূমিকা রাখেন।

এদিকে নির্বাচন এলাকা ঘুরে জানা যায় আসনটি সরকার গঠনের পক্ষে, দেশ গঠনের পর থেকে এই আসনে যে দল থেকে সংসদ সদস্য হয়েছেন, সেই দল সরকার গঠন করেছে।

এ আসনে বিএনপি সর্বশেষ নির্বাচনে আসলে দলীয় কন্দল না থাকার সম্ভাবনা বেশি বলে মনে করেন এলাকা বাসি।
অন্যদিকে ক্ষমতাসীন দল সুজানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব ও সুজানগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহিন দীর্ঘদিন রাজনৈতিক প্রোগ্রাম বা সামাজিক মাধ্যম ফেসবুকে পাল্টাপাল্টি বক্তব্য দিয়ে আসছিল।

জাতীয় নির্বাচনকে সামনে রেখে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, ও সাবেক মেয়র আলহাজ্ব আব্দুল ওহাব তিনি সুজানগর পৌরসভার সাবেক মেয়র তোফাজ্জল হোসেন তোফা, আমিনপুর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বাবু, সুজানগর উপজেলা ভাইস চেয়ারম্যান জিয়াউল হক কল্লোল, সংসদীয় আসনের ১৫ ইউনিয়নের ১২ জন চেয়ারম্যান, ২০ জন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক ও সুজানগর আমিনপুর থানার বিভিন্ন দলীয় অঙ্গ সংগঠনের দের শতাধিক নেতাকর্মী নিয়ে জেলা আ,লীগের যুগ্ন- সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জলের নির্বাচনী প্রচারণায় মাঠে ছিল ।

অন্যদিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বর্তমান উপজেলা চেয়ারম্যান শাহিনুজ্জামান শাহীন বর্তমান সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের পক্ষে সুজানগর পৌরসভার মেয়র রেজাউল করিম রেজা, আমিনপুর থানা আওয়ামী লীগের সভাপতি ইউসুফ আলী, সুজানগর ও বেড়ার ১৫ টি ইউনিয়নের ৩ জন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ১০ জন্ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক ও দলীয় বিভিন্ন অঙ্গ সংগঠনের হাতে গুনা কিছু কর্মীকে সাথে নিয়ে সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের পক্ষে প্রচার প্রচারণায় মাঠে কাজ করছেন ।

তবে স্থানীয় আওয়ামী লীগের কিছু নেতাকর্মী বলেন আওয়ামী লীগ একটি বৃহৎ শক্তিশালী দল , দলের মধ্যে গ্রুপিং থাকতেই পারে নেত্রী যাকে মনোনয়ন দেবে দলের মধ্যে কোন দন্ডবিভেদ ভুলে কাঁধে কাঁধ মিলে দলের জন্য কাজ করব ।

এখন দেখার বিষয় কে পাবে আওয়ামী লীগের মনোনয়ন কে হবে সুজানগর আমিনপুরের অভিভাবক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর