শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০৭:৫৯ অপরাহ্ন

ই-পেপার

পাবনা-৪ আসনে নুরুজ্জামান বিশ্বাস এর পক্ষে মনোনয়নপত্র তুললেন দোলন বিশ্বাস

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি:
আপডেট সময়: রবিবার, ১৯ নভেম্বর, ২০২৩, ৮:১৩ অপরাহ্ণ

পাবনা-৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে বাবার পক্ষে আ.লীগের মনোনয়নপত্র কিনলেন ঈশ্বরদী উপজেলা যুবলীগের অন্যতম নেতা ও বিশ্বাস ফাউন্ডেশনের চেয়ারম্যান তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা- ৪ ঈশ্বরদী-আটঘরিয়া আসনের জন্য মনোনয়ন ফরম কিনেছেন, ঈশ্বরদীর কৃতি সন্তান বর্তমান এমপি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি’র সুযোগ্য পুত্র তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস। আজ রবিবার (১৯ নভেম্বর) সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে তার বাবার পক্ষে মনোনয়ন ফরম কিনেছেন। এসময় তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস সাপ্তাহিক চলনবিলের আলোকে জানান, শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা ও দেশ রক্ষাকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হয়ে কাজ করতে চাই আমার বাবা বর্তমান এমপি নুরুজ্জামান বিশ্বাস। পাবনা-৪ ঈশ্বরদী-আটঘরিয়া আসনকে পাবনা জেলার মধ্যে মডেল স্মার্ট আসন হিসেবে আবারও উপহার দিতে চাই আমার বাবা নুরুজ্জামান বিশ্বাস। ছাত্র জীবন থেকে রাজনীতিতে প্রবেশ করে আজীবন শেখ হাসিনার একজন সৈনিক হিসেবে পাবনা-৪ আসনকে আওয়ামী লীগের ঘাটি হিসেবে তৈরি করতে এবং কাজ করতে চাই আমার বাবা নুরুজ্জামান বিশ্বাস এমপি। তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস আরও বলেন, বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিরোধে জনগণের-জান মালের নিরাপত্তা দিয়ে আসছি। আমি বিশ্বাস করি দলের প্রতি আমার বাবার অবদানের কথা বিবেচনায় নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও আমার বাবাকে দলীয় মনোনয়ন দেবেন। তৌহিদুজ্জামান দোলন বিশ্বাস আরও জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর থেকেই সাধারণ মানুষ আজ নানা সুযোগ-সুবিধা পাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডের সহযোগী হতে চাই আমার বাবা নুরুজ্জামান বিশ্বাস এমপি। পাবনা-৪ আসনকে স্মার্ট আসন হিসেবে গড়ে তুলতে চাই আমার বাবা। দেশের উন্নয়ন হচ্ছে এবং আরও হবে বলেও জানান তিনি। তাই আগামী নির্বাচনে শেখ হাসিনা সরকারের মনোনীত নৌকার প্রার্থীকে ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আবারও আমার বাবার পক্ষে মনোনয়নপত্র তুলেছি। জনগণের ভাগ্য পরিবর্তন করে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে শেখ হাসিনার অগ্রণী ভূমিকা আছে। আর বর্তমান দেশের উন্নয়নের গতিশীলতা জনগণের কাছে দৃশ্যমান। তাই দেশের উন্নয়নে অব্যাহতি রাখতে আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় আনতে হলে নৌকা মার্কায় ভোট দিতে অনুরোধ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর