স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া উপজেলার পৌর এলাকার খলিশাখালি গ্রামে ধারালো অস্ত্র’ দিয়ে কুপিয়ে মোঃ জলিল নামের এক বৃদ্ধের হাত-পা বিচ্ছিন্ন করে দিয়েছে চিন্হিত সন্ত্রাসীরা। খোজ নিয়ে জানা যায় এলাকার চিহ্নিত ইয়াবা সম্রাট ও কুখ্যাত চোর মশিয়ার ও তার বাহিনীর সদেশ্যরা তাকে হত্যার উদ্দেশ্যে এ হামলা চালায়। আশংকাজনক অবস্থায় এলাকাবাসী তাকে লোহাগড়া স্বাস্হ্য কমপ্লেক্স – এ নিয়ে গেলে তার অবস্হা আশংকাজনক দেখে চিকিৎসকরা তাৎহ্মনাথ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে অবস্থার আরো অবনতি হলে তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে প্রেরণ করা হয়ছে বলে তার ভাই হাসান সাংবাদিকদের জানিয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ওই এলাকার খলিশাখালি গ্রামে মসজিদের মাইক চুরি বিস্তার করাকে কেন্দ্র করে জলিল শেখ সমর্থিত লোকজনের সঙ্গে একই গ্রামের মশিয়ার সমর্থিত লোকজনদের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে সোমবার সকাল সাড়ে ৬ টার দিকে মাতুব্বর জলিল মোল্ল্যা (৫৫) মাঠে যাওয়ার পথে ওই গ্রামের বিল্লাল শেখের বাড়ির পাশে পৌছালে আগে থেকে ওত পেতে থাকা ইয়াবা সম্রাট মশিয়ারসহ, তার বাহিনীর লাভলু কাজি,সোহেল কাজি,ফয়সাল তালুকদার,আমিনুর,সজিব,ইমন,আলম,আরমানসহ ১২ জনেরএকটি দল দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে জলিলকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্নক জখম করে শরীর থেকে ডান হাত ও বাম পা বিচ্ছিন্ন করে ফেলে।
এ বিষয় তার পরিবারের সদস্যরা জানিয়েছে, বর্তমানে তার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় লোহাগড়া থানা পুলিশ, ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, জিজ্ঞাবাদের জন্য চার মহিলাকে আটক করা হয়েছে। বর্তমান ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছ,এবং ঘটনার সাথে জরিতোদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।