মোঃ নাজমুল হুদা,লামা (বান্দরবান) প্রতিনিধি:
বান্দরবানের লামায় ১২০ লিটার চোলাই মদসহ আটক ৩। সোমবার (২৭ জুলাই) বিকালে উপজেলার আজিজনগর ইউনিয়নে এই তিন মাদক কারবারীদের আটক করা হয়। আটককৃতরা হল, মিন্টু সেন ( ৩০) পিতা- দুলাল সেন, সাং- বাজালিয়া, ০৮ নং ওয়ার্ড, থানা- সাতকানিয়া, জেলা- চট্টগ্রাম, দূর্জয় বিশ্বাস শান্ত (৩২) পিতা – মৃত অরুন বিশ্বাস, সাং- পান বাজার, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার, ইনসে রাখাইন (৩৯) স্বামী- মৃত অং, পিতা- মংবী, সাং- ফুলবাগ সড়ক ও চাউল বাজার, থানা- কক্সবাজার সদর, জেলা- কক্সবাজার।
অভিযানে অংশ নেয় লামা থানা পুলিশের এসআই ত্রিদীপ বডুয়া, রাম পাসাদ,এএস আই শফিক মিয়া, পুলিশ সদস্য বিপুলেশ্বর, মাকসুদা। সেক্ষেত্রে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান বলেন, এই বিষয়ে লামা থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। মামলা নং ০৭, তারিখ- ২৭/০৭/২০২০ ইং, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬ এর ১ সারণি ২৪ এর গ ধারা। আসামীদের মামলা রুজু পূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।