হঠাৎ একদিন ঘুম থেকে উঠে রাস্তায় বেড় হলাম এবং হাটতে শুরু করি এই দিনটা ছিল আমার কাছে অন্যরকম। খুবই স্নিগ্ধ হাওয়া আর শিশির ভেজা ঘাস যেন মনকে ছুঁয়ে দেয়। প্রকৃতির সঙ্গে একদম মিশে গেছি সেদিন। দেখতে অপরূপ সুন্দর, কাঁচা ধান ক্ষেতে ভরা চতুর্দিকে। শিশিরের উপর হাল্কা সূর্যের রশ্মি চিকমিক ঝিকমিক করছে একদম কাঁচা সোনার মত। তখন আমি ডুবে যায় সেই প্রকৃতির লীলাভূমির মধ্যে। রাস্তার দুপাশে নদী ছড়িয়ে আছে এঁকে-বেঁকে। স্তব্ধ হয়ে শুনতে পাই পানির কলকল ধ্বনি। তখন হৃদয়টা একদম শীতল অনুভব করছি। প্রকৃতি যেন আমায় দর্শন করে বেড়াচ্ছে। সেখানে আরও নদীর উপরে উড়ছে সাদা-কালো পাখি। অরুণ বেষ্টন করেছে নদীর দুই পাড়। এই অপরূপ প্রকৃতির লীলাভূমি বাধ্য করেছে তার প্রেমে পড়তে।
যে প্রেম চণ্ডীদাস রজনীর মতো নয়, যে প্রেম লাইলি-মজনুর মত নয়, যে প্রেম শিরি ফরহাদের মত নয়।
তার প্রেমে পড়তে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় নাই আমার। যে প্রেম প্রত্যেকের কাছে আসতে চায় কিন্তু অনেকেই সেটা উপলব্ধি করতে পারে না।