জহরুল ইসলাম (জীবন ) হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন আরও চারজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেওয়া হয়। হরিপুর উপজেলা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মনিরুল হক খান বলেন, হরিপুর হাসপাতালে করোনা আক্রান্ত চারজন রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন।
তাদেরকে রবিবার (১০ মে) দুপুর ২টার দিকে ছাড়পত্র দেওয়া হয়েছে। করোনা জয় করার কারণে তাদেও প্রত্যেককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং বাড়িতে খাওয়ার জন্য ফলমুলও দেওয়া হয়েছে। দুপুর ২টার দিকে তারা হাসপাতাল ত্যাগ করেছে। তারা এখন সম্পূর্ণ সুস্থ। এর আগে আরো দুইজন করোনা াজয়ী রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।
সব মিলিয়ে হরিপুরে করোনা রোগীদের জন্য নির্ধারিত স্থান থেকে এ পর্যন্ত মোট ৬ জন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। বর্তমানে ৪ জন করোনা আক্রান্ত রোগী চিকিৎসাধীন রয়েছে। আসা রাখিও তারাও এ করোনা জয় কওে বাড়ি ফিরবেন ইনশাল্লাাহ।