রবিবার, ১৯ মে ২০২৪, ০১:৫১ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইল চৌরাস্তা বাজারে জায়গা নিয়ে গোলযোগ, আদালত থেকে ১৪৪ ধারা জারি

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার চন্ডীপাশা ইউনিয়নের বারুইগ্রাম চৌরাস্তা বাজারের .৩ শতক জায়গা নিয়ে বারুইগ্রাম মৌজার মৃত গিয়াস উদ্দিন আহম্মেদ এর পুত্র আজহারুল ইসলাম হিরা ময়মনসিংহের বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একই গ্রামের মৃত আফছর উদ্দিনের পুত্র ফারুক আহম্মেদ, অলি উল্লাহ অলি, ঘোষপালা গ্রামের আবুল বাশার নামে ফৌজধারী কার্য্যবিধি ১৪৪ ধারায় মামলা দায়ের করেন। ময়মনসিংহ জেলার বারুইগ্রাম মৌজার বিআরএস খতিয়ান ৩৫১, সাবেক দাগ ১৪৮২, হাল দাগ নং- ৩৩০৯, শ্রেনী কান্দা .৯ শতকের মাঝে .৩ শতক জায়গার উপর বিজ্ঞ আদালত ১৪৪ ধারা জারি করেছে। নান্দাইল মডেল থানার উপ-পরিদর্শক নূর আলম উভয় পক্ষকে নৌটিশ জারি করে বিরোধ পূর্ন জমিতে শান্তি শৃঙ্খলা বিনষ্ঠ না করার কথা জানিয়ে দিয়েছেন। বিরোধপূর্ন জমিতে কোন পক্ষ জোরমূলে প্রবেশ করে শান্তি শৃঙ্খলা ভংগের চেষ্ঠা করলে উভয়ে পক্ষের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে নোটিশে জানান। উল্লেখ্য, বারুইগ্রাম চৌরাস্তা বাজারের প্রবেশের গলি (রাস্তা) বন্ধ করে ফারুক আহম্মেদ, আবুল বাশার ওরফে বাদশা ৪তলা ভবন নিমার্ণ করার চেষ্ঠা চালিয়ে যাচ্ছে। স্থানীয় ব্যবসায়ী ও জনগন বাজারের গলি ঠিক রেখে ভবনের কাজ করার দাবী জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর