স্টাফ রিপোর্টার:
নড়াইলের লোহাগড়া সিএমবি চৌরাস্তা স্ট্যান্ডের পশ্চিম পাশে ও সিএমবি ব্রিজের পূর্ব পাশে সরকারি রাস্তার সাথে গড়ে তোলা হয়েছে প্রায় ১০,টির মত মাছের আড়ৎ।
১. সৃষ্টি মৎস্য মেলা আড়ৎ, মালিক সমীর বিশ্বাস,
২, জয়বাবা লোকনাথ ফিস,মালিক বিজুষ বিশ্বাস ওরফে পাগল, পরিচালক লিটন বিশ্বাস,
৩, নবগঙ্গা মৎস্য আড়ৎ, মালিক সঞ্জয়, ও ম্যানেজার চয়ন
৪, হৃদয় মৎস্য ভান্ডার, মালিক সুব্রত বিশ্বাস, ও পরিচালক কৃষ্ণ বিশ্বাস, এবং মহানন্দ বিশ্বাস।
৫, হরিচাঁদ মৎস্য আড়ৎ মালিক শ্যামল বিশ্বাস।
৬, মা কালী মৎস্য আড়ৎ, মালিক শিরিষ বিশ্বাস। সর্ব সাং কুন্দসি মালোপাড়া থানা লোহাগড়া জেলা নড়াইল। এলাকাবাসী সূত্রে জানান লোহাগাড়ার কুন্দসি মালো পাড়ার প্রায় ১০ জন লোক অবৈধভাবে সরকারি জমি দখল করে মাছের আড়ৎতের ব্যবসা চালিয়ে আসছে।ওইখানে মাছের অাড়ৎ করার কারণে রাস্তায় খুব জ্যাম সৃষ্টি হয়।
নাম না প্রকাশে ইচ্ছুক কয়েকজন এলাকাবাসী আরো বলেন ওই আড়ৎ পক্ষের চয়ন মহানন্দ তাদেরকে বলে তারা ওখানে লাইসেন্স করে ব্যবসা করতেছে। ওই এলাকাবাসী সাংবাদিকদের বলেন সরকারি জায়গায় কি লাইসেন্স করে তারা ব্যবসা করে জানতে চাইলে তারা এড়িয়ে যাই