সোমবার, ০৬ মে ২০২৪, ০২:২৫ পূর্বাহ্ন

ই-পেপার

নান্দাইলে জনবল সংকটে বন্ধ বৈতাগৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
আপডেট সময়: বুধবার, ১৮ অক্টোবর, ২০২৩, ৫:৩৬ অপরাহ্ণ

ময়মনসিংহের নান্দাইল উপজেলার বেতাগৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের প্রধান পরিবার কল্যাণ পরিদর্শক ২০ দিন আগে বদলি হয়েছেন, ফার্মাসিস্ট অবসরে, উপসহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার (সেকমো) মাতৃত্বকালীন ছুটিতে এবং এফপিএ মাঠের কাজে বাইরে আছেন। এ অবস্থায় ২০ দিন ধরে হাসপাতালটির কার্যক্রম একরকম বন্ধ রয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা রোগীরা চিকিৎসা নিতে এসে ফিরে যাচ্ছে। বেতাগৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি নান্দাইল সদর থেকে প্রায় ১৫ কিলোমিটার পশ্চিমে চরশ্রীরামপুর গ্রামে অবস্থিত। সদর থেকে দূরত্বের কারণে চরবেতাগৈর ও বীর বেতাগৈর ইউনিয়নের বিভিন্ন গ্রামের হাজারো বাসিন্দা চিকিৎসার জন্য এই কেন্দ্রের ওপর নির্ভরশীল। কেন্দ্রটি বন্ধ থাকলে রোগীদের নান্দাইল সদরে যাওয়া ছাড়া বিকল্প নেই। বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে ওই কেন্দ্রে গেলে প্রধান ফটক ছাড়াও মূল ভবনে তালা ঝুলতে দেখা গেছে। এ সময় কথা হয় আশিকুল রহমান নামের এক যুবকের সঙ্গে। তিনি তাঁর স্ত্রীকে নিয়ে এসেছিলেন। আশিকুল বলেন, কর্মদিবসে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র যদি বন্ধ থাকে তাহলে রোগীরা কোথায় যাবে। এ বিষয়ে জানাতে চাইলে নান্দাইল উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএফপিও) বিনয় রঞ্জন চাকমা জানান, জনবল কাঠামো অনুযায়ী প্রতিটি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে একজন করে উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার, ফার্মাসিস্ট, পরিবার কল্যাণ পরিদর্শক (এফডাব্লিউভি), আয়া ও অফিস সহায়ক কাম নিরাপত্তা প্রহরী থাকার কথা। কিন্তু বেতাগৈর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের সব কটি পদ শূন্য। তিনি আরো জানান, মমতাজ জাহান সুমি নামের একজন এফডাব্লিউভি এখানে কর্মরত ছিলেন। তিনিও সম্প্রতি বদলি হয়ে অন্যত্র চলে গেছেন। নতুন একজন এফডাব্লিউভি যোগদান করার কথা। তিনি যোগ দিলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি খোলা হবে। বিষয়টি নিয়ে বুধবার উপজেলা স্বাস্থ্য সেবা কমিটির সভায় আলোচনা করা হয়েছে। স্বাস্থ্য সেবা কমিটির সভাপতি সংসদ সদস্য আনোয়ারুল আবেদীন খান তুহিন জরুরীভাবে উক্ত স্বাস্থ্য কেন্দ্রে জনবল কাঠামোর জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com
Raytahost Facebook Sharing Powered By : Raytahost.com