মোঃ কামাল হোসেন যশোর থেকে:
যশোরে পুরাতন কসবা ফাঁড়ী কর্তৃক দুই টি বিদেশী পিস্তল, এক টি খেলনা পিস্তল,সাত রাউন্ড গুলি ও একটি বার্মিজ চাকু সত তিন জনকে আটক করেছে। পুলিশ কোতয়ালী মডেল থানাধীন ৪নং নয়াপাড়া ইউনিয়নের পাগলাদাহ মধ্যপাড়া গ্রামের আসামী১। মহিদুল ইসলাম মুন্না (৩৪), ২। মোঃ জিন্না (৩০), উভয় পিতা-হাসান মোল্যা, ৩। হাসান মোল্ল্যা (৫৮), পিতা- মৃত মজিবর রহমান, সর্ব সাং-পাগলাদাহ মধ্যপাড়া, থানা-কোতয়ালী, জেলা-যশোর।
গোপন সংবাদের ভিত্তিতে যশোর জেলার পুলিশ সুপার জনাব মোঃ গোলাম রব্বানী শেখ, পিপিএম, অতিরিক্তি পুলিশ সুপার, “ক” সার্কেল যশোর এর তত্বাবধানে অফিসার ইনচার্জ কোতয়ালী মডেল থানা, যশোর জনাব মোঃ মনিরুজ্জামান এর নেতৃত্বে পুরাতন কসবা পুলিশ ফাঁড়ীর ইনচার্জ পুলিশ পরিদর্শক। জনাব মোঃ মিজানুর রহমান মৃধা , সংঙ্গীয় এসআই সুকুমার কুন্ড, এসআই মোঃ শহিদুল ইসলাম, এএসআই শফিকুল, এটিএসআই সমাপ্ত বৈরাগী ও ফোর্স সহ অভিযান পরিচালনা করে আজ ভোর ৪.৪৫ ঘটিকায় উল্লেখিত ঘটনাস্থল হইতে নিন্মে বর্ণিত অস্ত্র-গুলি উদ্ধার করা হয়। এসংক্রান্তে কোতয়ালী মডেল থানায় মামলা নং-৮১ রুজু করা হয়েছে।