রুবিনা আজাদ, আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
বরিশাল র্যাব-৮ এর অভিযানে শাহিন মাতুব্বর নামের এক সন্ত্রাসীকে অস্ত্র, গুলিও জাল টাকাসহ গ্রেফতার হয়েছে।
শুক্রবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা থানার ৮নং বকুলবাড়িয়া ইউনিয়নের সৈয়দকাঠি গ্রামে অভিযান চালায় র্যাব। অভিযানে ওই গ্রামের নুরুল আলম মাতুব্বর @ লাল মিয়ার ছেলে মোঃ শাহিন মাতুব্বর (৩২ কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১টি ওয়ান শুটার গান, ৩রাউন্ড কাতুর্জ এবং ৩টি ৫শ টাকার জালনোট উদ্ধার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃত শাহিন একজন অস্ত্র ও জাল টাকার ব্যবসায়ী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করেছে। এ ঘটনায় র্যাব-৮বাদী হয়ে শুক্রবার রাতে গলাচিপা থানায় অস্ত্র ও স্পেশাল পাওয়ার এ্যাক্ট আইনে পৃথক দুটি মামলা দায়ের করেছে।