সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৬:৫৯ পূর্বাহ্ন

ই-পেপার

নাটোরের নলডাঙ্গায় আগুনে পুড়ে কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই

মোঃ জামিল হায়দার জনি, নলডাঙ্গা প্রতিনিধি:
আপডেট সময়: সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০২৩, ৯:১৭ অপরাহ্ণ

নাটোরের নলডাঙ্গায় গতকাল রাত্রী আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় আগুন পুড়ে এক কৃষকের বসতবাড়ি পুড়ে ছাই।
রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। কৃষকের বাড়ির যাবতীয় আসবারপত্র, নগদ টাকাসহ আগুনে পুড়ে প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে।
ক্ষতিগ্রস্ত কৃষকের নাম আনছার কাজী(৪২) পিতা মৃত সেকেন্দার কাজী, তিনি উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামের একজন কৃষক।
এছাড়াও একই গ্রামের পাশের বাড়ি শামীম হোসেন(৩৬) পিতা মৃত মোশাররফ এর ঐ অগ্নিকাণ্ডে একটি পুয়াল পালা সহ একটি ছাপড়া ঘর পুড়ে যায়। ওনার এক লক্ষ টাকা ক্ষতি হয়েছে বলে শামীম হোসেন জানান ও ওনার চাচা আনসার কাজীর প্রায় সাড়ে ৩ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানান।
স্থানীয় এলাকাবাসী ও নলডাঙ্গা  ফায়ার ষ্টেশনে কর্মরত ওয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ মেহেরুল ইসলাম তিনি জানান, রবিবার রাত সাড়ে ১০ টায় উপজেলার পশ্চিম মাধনগর কাজিপাড়া গ্রামের কৃষক আনছার আলীর বাড়িতে আগুন লাগে। আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আধা ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণ করা হয়। এতে বসতবাড়ির আসবারপত্র, নগদ টাকা, কৃষি পণ্য পুড়ে যায়। ক্ষয়ক্ষতি পরিমাণ প্রায় সাড়ে ৩ লক্ষ টাকা।
তবে কিভাবে আগুন লেগেছে তা সঠিকভাবে জানা না গেলও রান্নাঘরের চুলা থেকে আগুনের সুত্রপাত বলে ধারনা করা হচ্ছে।
নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার দেওয়ান আকরামুল হক বলেন, অগ্নিকাণ্ডের ঘটনার কথা শোনে আমি ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষককে সমবেদনা জ্ঞাপন করে উপস্থিত খাদ্য ও বস্ত্র প্রদান করা হয় এবং ক্ষতিগ্রস্ত কৃষককে পরবর্তীতে সরকারি ভাবে সহযোগিতা প্রদান করা হবে বলে জানান।
এসময় উপস্থিত ছিলেন, ২নং মাধনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল জব্বার মৃধা সহ প্রমূখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর