মঙ্গলবার, ০৭ জানুয়ারী ২০২৫, ০৩:০৩ পূর্বাহ্ন

ই-পেপার

বিদ্যুৎ বিতরণ ও সরবরাহে অব্যবস্থা, ভোগান্তিতে গ্রাহক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: রবিবার, ১০ মে, ২০২০, ৬:২৭ অপরাহ্ণ

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল:
নগরীসহ জেলার প্রায় প্রতিটি উপজেলায় বিদ্যুৎ বিতরণ ও সরবরাহ ব্যবস্থা চরম বিপর্যয়ের কবলে পরেছে। ফলে পবিত্র রমজান মাসে চরম ভোগান্তিতে পরেছে লাখ লাখ গ্রাহক। গত কয়েকদিন থেকে আকাশে মেঘ জমলেই বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়।

সূত্রমতে, চলতি মৌসুমে নগরীসহ জেলার কয়েকটি এলাকার ওপর দিয়ে ছোট ও মাঝারি কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পর বিদ্যুৎ নিয়ে চরম বিপাকে পরতে হয়েছে নগরবাসী। গত ৭ মে সন্ধ্যার পর ৩৫ কিলোমিটার বেগের ঝড়ে নগরীসহ ঝালকাঠী জেলার বিদ্যুৎ সরবারহ বন্ধ ছিল গভীর রাত পর্যন্ত। যেকারণে বিদ্যুৎবিহীন ভোগান্তির মধ্যদিয়েই রোজাদারদের তারাবি নামাজসহ অন্যান্য কাজ করতে হয়েছে।

সূত্রে আরও জানা গেছে, নগরীর প্রায় ২২টি ১১/.০৪ কেভি ফিডারের মাধ্যমে পৌনে দুই লাখ গ্রাহককে বিদ্যুৎ পৌঁছে দিচ্ছে ওজোপাডিকোর দুটি বিতরণ বিভাগ। সাথে রয়েছে ছয়টি ৩৩ কেভি ফিডার কিন্তু জরাজীর্ণ বিতরণ ও সরবারহ লাইনসহ ১১ কেভি ও ৩৩ কেভি লাইনগুলোর কারণে নগরবাসীর ভোগান্তির শেষ নেই। এর সাথে ওভারলোডেড ট্রান্সফর্মার এবং তার নিয়মিত রণাবেণের অভাবে নগরীর বিদ্যুৎ সরবারহ ও বিতরন ব্যবস্থার কোন উন্নতি হচ্ছেনা। তবে এসব কিছু


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর