মোঃ কামাল হোসেন যশোর থেকে:
স্বামী, সন্তান আমেরিকা প্রবাসী। সেখানেই চলে যাওয়ার কথা ছিল কল্পনা রাণীর। ঠিক হয়েছিল দিনক্ষণও। কিন্তু পরকীয়ায় মজে সুখের হাতছানি পায়ে ঠেলেছেন। প্রবাসী স্বামী, সন্তান; এমনকি ধর্মকে ত্যাগ করে ঘর ছেড়েছিলেন আরেকজনের হাত ধরে। অবশেষে জীবন দিয়ে খেসারত দিলেন তার। পুলিশ কল্পনা রাণীর লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে ময়নাতদন্ত সম্পন্ন করেছে। ৫৪ ধারায় আটক করা হয়েছে কল্পনা রাণীর দ্বিতীয় স্বামী আব্বাস আলীকে (৪০)। আব্বাস যশোরের মণিরামপুর উপজেলার মাঝিয়ালী গ্রামের শরিয়তউল্লাহর ছেলে। যশোরের মণিরামপুর উপজেলার মাঝিয়ালী গ্রামের চিত্তরঞ্জনের স্ত্রী ছিলেন কল্পনা রাণী। চিত্তরঞ্জন বর্তমানে আমেরিকা প্রবাসী। একবছর আগে তিনি স্ত্রীকে সেখানে নিয়ে যেতে চেয়েছিলেন। সব ঠিকঠাক করে যে দিন নিয়ে যাবেন সেদিনই দুই সন্তানের জনক আব্বাসের সাথে ঘর ছাড়েন কল্পনা।
স্থানীয়রা জানান, একবছর আগে আব্বাসের হাত ধরে ঘর ছাড়েন কল্পনা। এরপর যশোর সদর উপজেলার চাঁচড়া গ্রামে জনৈক শান্ত মেম্বরের বাড়িতে ভাড়া থাকতেন তারা। গত বুধবার বিকেলে কল্পনার লাশ মণিরামপুরের মাঝিয়ালী গ্রামে নিয়ে আসেন আব্বাস। বাড়ি এনে প্রচার করেন, কল্পনা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। খবর পেয়ে রাতে মণিরামপুরের খেদাপাড়া ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার ও পুলিশ পাহারায় আব্বাসকে যশোর কোতোয়ালি থানায় পাঠান। বৃহস্পতিবার দুপুরে কোতোয়ালি পুলিশ লাশ ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা হাসপাতাল মর্গে প্রেরণ করেন। খেদাপাড়া ক্যাম্প পুলিশের আইসি এসআই গোলাম রসুল বলেন, চাঁচড়া থেকে কল্পনা নামে এক নারীর লাশ মণিরামপুরের মাঝিয়ালী গ্রামে আনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান।
পরে লাশ উদ্ধার করে কোতোয়ালি থানায় পাঠানো হয়েছে। যশোর কোতোয়ালি থানার ওসি (তদন্ত) তাসমীম বলেন, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। কল্পনাকে মারপিট করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ জন্য আব্বাসকে ৫৪ ধারায় গ্রেফতার দেখানো হয়েছে। প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।