ডায়াবেটিস এন্ড হাইপারটেনশন এ্যাওয়ারনেস ফাউন্ডেশন ধাফ (DHAF) এর আয়োজনে ফ্রি_মেডিকেল_ক্যাম্প অনুষ্ঠিত হবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে ঢাকা আহ্ছানিয়া মিশন ক্যান্সার এন্ড জেনারেল হাসপাতাল হতে আগত মেডিকেল ক্যাম্পে সার্জারী, নিউরোলজি, ক্যান্সার,গাইনী, মেডিসিন, চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তারগণ ফ্রি চিকিৎসা প্রদান করবেন ৷
যে সকল অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারগণ চিকিৎসা সেবা প্রদান করবেন
১। সার্জারী বিশেষজ্ঞ: অধ্যাপক ডাঃ মোঃ আব্দুল মুবিন চৌধুরী
২। নিউরোলজি বিশেষজ্ঞ: ডাঃ মোহাম্মদ আফতার হালিম
৩। ক্যান্সার বিশেষজ্ঞ: ডাঃ মোহাম্মদ হাবিবুর রহমান
৪। গাইনী এন্ড অবস্: ডাঃ তানজিনা আহমেদ
৫। মেডিসিন বিশেষজ্ঞ: ডাঃ রায়হান নিজাম
৬। চর্মরোগ বিশেষজ্ঞ: ডাঃ রিফাজুল আলম
স্থানঃ ধাফ, টেংগুরিয়াপাড়া তিন রাস্তার মোড়, বাসাইল, টাঙ্গাইল
তারিখঃ ১৩ আগস্ট ২০২৩ রোজঃ রবিবার সময় সকাল ১১.০০ ঘঠিকা হতে ৷
সিরিয়ালের জন্য যোগাযোগের জন্য ফোণ করুনঃ
০১৩১৩-৬০২৪২১, ০১৬২৬-৬০০১০১
এছাড়াও উল্লেখ্য যে DHAF(ধাফ) ফাউন্ডেশন একটি অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান যা স্বল্প মূল্যে রোগীদের প্রতিদিন চিকিৎসা সেবা সহ প্রতি রবি,মঙ্গল ও বৃহস্পতিবার অভিজ্ঞ ডাক্তার দ্বারা অত্যন্ত যত্ন সহকারে রোগীকে সু পরামর্শ সহ প্রয়োজনে বিশ্বমানের উন্নত মেশিন এর মাধ্যমে পরীক্ষা-নিরীক্ষা করে সু চিকিৎসা সেবা প্রদান করা হয়।