স্টাফ রিপোর্টার:
খুলনা জেলার ফুলতলা উপজেলার বেজেরডাঙ্গা বাজারে খুলনা-যশোর মহা-সড়কে মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের চোরাই ব্যাটারি ও অন্যান্ন মালামালসহ ৪জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ জেলা গোয়েন্দা পুলিলের এস,আই রাজিউল আমিন জানান, গ্রেফতার কৃতরা হল-যশোরের অভয়নগর উপজেলার – সিদ্ধিপাশা এলাকার মৃত শামছুর রহমানের ছেলে জিয়াউর রহমান (৪৩), হানিফুর রহমান মোল্যার ছেলে আসাদুজ্জামান মোল্যা (রনি) (৩৫),।
ফরিদপুরের অম্বিকাপুর এলাকার সিদ্দিক মোল্যার ছেলে নাজিম মোল্যা (২৫) এবং একই এলাকার আইয়ুব খানের ছেলে জুয়েল খান (২৪)। জব্দকৃত ট্রাক থেকে নেটওয়ার্ক টাওয়ারে ব্যবহৃত ৯০টি ব্যাটারী বিভিন্ন সাইজের ও ১১টি পানি ব্যবহৃত বিভিন্ন।
সাইজের ব্যাটারি উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদে তারা গোয়েন্দা পুলিশকে জানিয়েছে, দীর্ঘদিন ওই চক্রটি খুলনাসহ আশপাশ এলাকার মোবাইল নেটওয়ার্ক টাওয়ারের ব্যাটারি সংগ্রহ করিয়া যশোর, ফরিদপুরে বিক্রয় করে।