শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫, ০৪:১৮ অপরাহ্ন

ই-পেপার

অভয়নগরে দুই মাদক বিক্রেতা আটক

প্রতিনিধির নাম:
আপডেট সময়: বুধবার, ২২ জুলাই, ২০২০, ১১:২০ অপরাহ্ণ

মোঃ কামাল হোসেন অভয়নগর যশোর:

যশোরের অভয়নগরে শহিদুল ইসলাম (২২) ও আলাউদ্দিন মিয়া (২১) নামে দুই মাদক বিক্রেতাকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়া থেকে ১০০ গ্রাম গাঁজা সহ তাদেরকে আটক করা হয়। আটক শহিদুল ইসলাম উপজেলার গুয়াখোলা গ্রামের বিশ্বাসপাড়ার আজিজুর বিশ্বাসের ছেলে এবং আলাউদ্দিন মিয়া উপজেলার তালতলা সিরাজকাটি গ্রামের নূর ইসলাম মিয়ার ছেলে।

 

বিশ্বাসপাড়ার ইব্রাহিমের কাছ থেকে পাইকারি দরে গাঁজা কিনে বিভিন্ন স্থানে বিক্রি করার কথা স্বীকার করেছে তারা। অভয়নগর থানার এসআই গৌতম জানান, এএসআই আফজাল সহ পুলিশ সদস্যদের সহযোগিতায় বুধবার রাত আনুমানিক পৌনে ৮ টার সময় বিশ্বাসপাড়া থেকে শহিদুল ইসলাম ও আলাউদ্দিন মিয়া নামে দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।

 

উদ্ধার করা হয় ১০০ গ্রাম গাঁজা। এ ব্যাপারে অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, মাদক বিরোধী অভিযান অব্যাহত থাকবে। আটক দুই মাদক বিক্রেতার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধিন আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর পড়ুন
এক ক্লিকে বিভাগের খবর