মোঃ এনামুল হক বাদশা,সিংড়া(নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় কাউছ কেমিক্যালের উদ্যোগে বন্যা কবলিত অসহায় ৩৫০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করা হয়েছে। মানুষ মানুষের জন্য এই প্রতিপ্রাদ্য নিয়ে কাউছ কেমিক্যালের প্রতিষ্ঠাতা ও দেশের শীর্ষ স্থানীয় করদাতা হাজী মোহাম্মদ কাউছ মিয়ার অর্থায়নে বুধবার সকালে সিংড়ার চলনবিল মহিলা ডিগ্রি কলেজ পাড়ায় এই খাদ্য সহায়তা বিতরন করেন সিংড়া উপজেলা কাউছ কেমিক্যালের পরিবেশক মের্সাস বেলাল ট্রের্ডাসের স্বত্তাধিকার মোঃ বেলাল হোসেন। এসব খাদ্য সহায়তার প্রতিটি ২০ কেজির প্যাকেটে রয়েছে চাল,ডাল,পিয়াজ,আলু,সয়াবিন তেল,লবন,খাবার স্যালাইন,গুড়,চিরা,বিস্কুট ও হাত ধোয়ার সাবান।